অ্যাডিলেডে গোলাপী বলে রংহীন ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া

১৪ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার ইনিংসে চারটি উইকেট নেন শামার জোসেফ, ফাইল ফটো

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়ার দেয়া পাহাড়সম লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে গেছে ক্যারিবিয়ান টপ অর্ডার। তৃতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তোলেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ৬ উইকেট হাতে নিয়ে এখনও ৪৫৯ রান দরকার ক্যারিবিয়ানদের।


আগের দিনের ৪ উইকেটে ১০২ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার সঙ্গে কোনো রান যোগ না করেই এদিন সকালে সাজঘরে ফেরেন তাগনারায়ণ চন্দরপল। এই ওপেনার অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৪৭ রান।


promotional_ad

চন্দরপলের পর উইকেটে আসেন জেসন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ব্যাটের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। দলকে হতাশায় ডুবিয়ে সাজঘরে ফিরেছেন ডাক খেয়ে। এদিন কোন রান খরচ না করেই ক্যারিবিয়ানদের দুই উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেন অজি বোলাররা।


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

১২ জুলাই ২৫
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

এরপর জশোয়া ডি সিলভা এবং রসটন চেইস চেষ্টা করেছেন। তবে থিতু হয়েও কেউই লম্বা ইনিংস খেলতে পারেননি। সিলভার ব্যাট থেকে এসেছে ২৩ রান। আর চেইস সাজঘরে ফিরেছেন ৫৬ বলে ৩৪ রান করে। শেষ পর্যন্ত ২১৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 


এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজা এবং ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভালো শুরু পায় তারা। ৭৭ রানের ওপেনিং জুটিতে ২৮ রান আসে খাওয়াজার ব্যাট থেকে। আরেক ওপেনার ওয়ার্নার সাজঘরে ফেরেন ৪৫ রান করে।


শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এরফলে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৯৭ রানের। পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুতেই ভেঙ্গে পড়ে ক্যারিবিয়ানরা। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেম ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তোলেছে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball