সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত হ্যাজেলউড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স
১২ জুলাই ২৫
ইনজুরির কারণে সাউথ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত জস হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার এই পেসার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তার ইনজুরি স্থায়ী হতে পারে আরও দুই সপ্তাহ।
এই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না হ্যাজেলউডের। তার পরিবর্তে সেই টেস্টে খেলছেন মাইকেল নিসার।

গত বুধবারও (৭ অক্টোবর) বোলিং অনুশীলন করেছেন হ্যাজেলউড। কিন্তু ইনজুরি একেবারেই ঠিক হয়নি তার। আগামী গ্রীষ্মে একটানা টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। হ্যাজেলউড দ্রুত সুস্থ হোক, এমনটাই চাওয়া অধিনায়ক প্যাট কামিন্সের।
শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া
২১ ঘন্টা আগে
কামিন্স বলেন, 'ইনজুরি অনেক বড় তা নয়, তবে এটা একটা বাজে জায়গায় হয়েছে। আশা করি, এটা অনেক বেশি সময় ভোগাবে না। আশা করি, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। হ্যাজেলউডের এই ইনজুরি আমরা অনুভব করতে পারি।'
'ক্রিকেট জিনিসটাই আসলে মজার। আমরা পাঁচ থেকে ছয় সপ্তাহের ব্যবধানে পুরো পাঁচটি টেস্ট খেলে ফেলি। এটাই আমাদের গ্রীষ্ম। আমরা হ্যাজেলউডের ইনজুরির দিকে নজর রাখব, আশা করি এটা দ্রুত ভালো হয়ে যাবে।'