রিয়াদ ভাই সিনিয়র হয়েও আমাকে শ্রদ্ধা করেছেন, এটা ভালো লেগেছে: মিরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডি ভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করা শামীম জানালেন, এটাই তাঁর কাজ

৭ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ এক জুটি গড়ে দল জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই জুটি গড়ার পথে মাহমুদউল্লাহ আর মিরাজ- দুজনই দুজনকে বারবার বোঝাচ্ছিলেন ম্যাচের পরিস্থিতি সম্পর্কে। ম্যাচ শেষে সেই স্মৃতি রোমন্থন করেন মিরাজ। 'সিনিয়র' মাহমুদউল্লাহ তার পরামর্শ নিয়ে খেলার কারণে মন খুলে কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অলরাউন্ডার।


আগে ব্যাটিংয়ে নেমে ৬৯ রান তুলতেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ আর মিরাজ মিলে গড়েন ১৪৮ রানের জুটি। ওয়ানডেতে ভারতের বিপক্ষে যেকোনো উইকেটেই যা সর্বোচ্চ রানের জুটি।


promotional_ad

মাহমুদউল্লাহ করেন ৯৬ বলে সাতটি চারে ৭৭ রান। মিরাজের ব্যাটে আসে ৮৩ বলে আটটি চার ও সাতটি ছক্কায় অপরাজিত ১০০ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৫০ ওভারে সাত উইকেটে ২৭১ রান করে।


আরো পড়ুন

‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল

১৮ ঘন্টা আগে
জ্যাক ক্রলিকে শাসাচ্ছেন শুভমান গিল, ফাইল ফটো

ম্যাচ শেষে ঐতিহাসিক এই জুটি নিয়ে মিরাজ বলেন, '(মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের সঙ্গে একটা কথাই হয়েছিল। আমাদের ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা ঠিক করিনি যে এত রান করতে হবে। আমরা শুধু ‘বল টু বল’ খেলার চেষ্টা করেছি এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। মাঝেমধ্যে রিয়াদ ভাই আমাকে বোঝাচ্ছিলেন, মাঝেমধ্যে আমি তাকে বোঝাচ্ছিলাম যে, ‘ভাই, এই পরিস্থিতিতে এভাবে খেলি, এভাবে খেলতে ভালো হবে’।'


'একটা ব্যাপার ভালো লেগেছে, রিয়াদ ভাই সিনিয়র হয়ে আমাকে শ্রদ্ধা করেছেন, আমার কথা শুনেছেন। এটা আমার কাছে ভালো লেগেছে। রিয়াদ ভাই মাঝেমধ্যে যখন একটু চিন্তায় পড়ে যাচ্ছিলেন যে আক্রমণ করি, তখন আমি তাকে বোঝাচ্ছিলাম যে, ‘এই পরিস্থিতিতে আক্রমণ না করে আমরা যদি আরেকটু দেখেশুনে খেলে এগিয়ে নিতে পারি, তাহলে ভালো হবে।’ এই আলোচনাগুলি কাজে লেগেছে।'


ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ৫ রানে। একইসঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নেয় লিটন দাসের দল। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball