বিশ্বকাপে রোহিতের সঙ্গে গিলকে চান যুবরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল

১৯ ঘন্টা আগে
জ্যাক ক্রলিকে শাসাচ্ছেন শুভমান গিল, ফাইল ফটো

ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে নিয়মিত ইনিংস ওপেন করেন শিখর ধাওয়ান। তবে সাম্প্রতিক সময়ে এই অভিজ্ঞ ওপেনারের ফর্ম আপ টু দ্য মার্ক না। যে কারণে তার বিকল্প হিসেবে বার বার সামনে আসছে শুভমান গিলের নাম। এই তরুণ ওপেনারকে আগামী ওয়ানডে বিশ্বকাপে ভারতের ওপেনিং জুটিতে দেখতে চান যুবরাজ সিং।


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন শুভমান গিল। বিশেষ করে সাদ পোশকের ক্রিকেটে ইতোমধ্যে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই ওপেনার। খুব একটা পিছিয়ে নেই রঙিন পোশাকেও। সাদা বলের ক্রিকেটেও দলের ভবিষ্যত তারকা ভাবা হয় এই ওপেনারকে।


promotional_ad

ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালে দুর্দান্ত পারফর্ম করেছেন গিল। এ বছর ১২ ম্যাচ খেলে প্রায় ৭১ গড়ে ৬৩৮ রান করেছেন তিনি। যেখানে চার হাফ-সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই তরুণ ওপেনার।


আরো পড়ুন

রাহুলের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে থামল ভারত

২২ ঘন্টা আগে
লোকেশ রাহুল, ফাইল ফটো

যুবরাজ বলেন, 'শুভমান গিল দুর্দান্ত পারফর্ম করছে এবং দারুণ ছন্দে আছে। আমি বিশ্বাস করি, ২০২৩ বিশ্বকাপে ভারতের ওপেনিং জুটির অংশ হতে বড় দাবিদার গিল।'


এদিকে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে জায়গা অনেকটাই নিশ্চিত গিলের। ওয়ানডেতেও সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। আরও বেশি সুযোগ পেতে নিয়মিতই কঠোর পরিশ্রম করছেন গিল। যুবরাজের ধারণা, সামনের দিনে আরও অনেক দূর যাবেন এই ওপেনার।


ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'শুভমান খুবই পরিশ্রমী একজন ক্রিকেটার এবং যা যা করা দরকার তাই করছে। আমি বিশ্বাস করি, আগামী দশ বছরে সে নিজেকে অনেক দূর নিয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball