১-০ তে এগিয়ে আছি, এমন নয় যে সিরিজ জিতে গিয়েছি: এবাদত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
৬ ঘন্টা আগে
ভারতের বিপক্ষে বাংলাদেশকে রীতিমতো হারতে বসা ম্যাচ জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই জয়ে আত্মবিশ্বাসের ভেলায় ভাসছে বাংলাদেশ। উদযাপনও করছে প্রতিনিয়ত। যদিও সিরিজ জিতেই উদযাপনে পূর্ণতা আনতে চায় তারা। দলের পেসার এবাদত হোসেন জানিয়েছেন এমনটাই।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে রীতিমতো চমকে দেয় বাংলাদেশ। সামনের থেকে দলকে পথ দেখাতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে একাই পাঁচ উইকেট নেন তিনি।

এবাদত নেন চার উইকেট। বাকি উইকেটটি নেন মিরাজ। ভারত থামে মাত্র ৪১.২ ওভারে। স্কোরবোর্ডে রান তোলে ১৮৬। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
৫ ঘন্টা আগে
১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মিরাজের ৩৯ বলে ৩৮ রানের ইনিংসে এক উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। মুস্তাফিজ অপরাজিত থাকেন ১০ রানে। এমন জয়ের পরদিন অনুশীলনও করেনি বাংলাদেশ। তবে স্রোতের জোয়ারে গা ভাসায়নি তারা।
এবাদত বলেন, 'এমন একটা জয় আমাদের দরকার ছিল। আমরা ওয়ানডেতে খুব ভালো দল। তবু ভারতের বিপক্ষে এই জয়টা আমরা খুব ভালোভাবে উদযাপন করেছি। হয়তো এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছি, এর মানে এই নয় যে সিরিজ জিতে গিয়েছি।'
'কাল আমাদের একটা অনুশীলন সেশন আছে। পরের দিন ম্যাচ আছে। সবাই এখন আত্মবিশ্বাসী। পরের ম্যাচটাও সবাই মিলে ভালো খেলার চেষ্টা করব।'
বাংলাদেশ-ভারতের পরবর্তী ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তারপর শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।