আইপিএল নিলামে গ্রিন, চিন্তিত অস্ট্রেলিয়ার কোচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কনস্টাসকে আরো সুযোগ দিতে চান ম্যাকডোনাল্ড

২৯ জুন ২৫
স্যাম কনস্টাস, ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়ে নিতে পারেন ক্যামেরন গ্রিন। তরুণ এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার দল পাবেন বলে অনেকটাই নিশ্চিত অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। যদিও ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের মতো গ্রিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ার হেড কোচ।


টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন গ্রিন। যেখানে দুটি হাফ সেঞ্চুরিসহ ১৭৩.৭৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউডার।


promotional_ad

এমন পারফরম্যান্সের কারণে ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে অনুষ্ঠেয় আইপিএল নিলামের আগেই অনেক ফ্র্যাঞ্চাইজির নজরে আছেন গ্রিন। আর সেটা ভালোভাবেই টের পাচ্ছেন ম্যাকডোনাল্ড।


আরো পড়ুন

গ্রিনকে ৩ নম্বরের ‘স্থায়ী সমাধান’ ভাবছে অস্ট্রেলিয়া

২৫ জুন ২৫
অনুশীলনে ক্যামেরন গ্রিন

তিনি বলেন, 'পরবর্তী ১২ মাসে সবমিলিয়ে তার ওয়ার্কলোড কী রকম হবে সেটা চিন্তা বিষয় কি না? অবশ্যই, এটা তো যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রেই চিন্তার বিষয়। আমরা এটা নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। মার্চের শেষ পর্যন্ত তার অনুভূতি কেমন হয় সেটাই দেখার বিষয়।'


'আইপিএলের আগেই সে অনেক ক্রিকেট খেলবে। আমি নিশ্চিত, সে তার সিদ্ধান্ত এখনই নেবে না, আইপিএলে যাওয়ার আগমুহূর্তে হয়তো সে এটা নিয়ে ভাবতে পারে। আগামী ৩ মাস পর ৯টি'র বেশি টেস্ট এবং কিছু ওয়ানডে খেলার আগে-পরে আপনার শরীর কেমন থাকবে এটা কিন্তু আপনি জানেন না।'


গ্রিন দল পাওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও আগামী আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে জাতীয় দলকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নেন কামিন্স।


আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত হবে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। তারপর জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে অ্যাশেজ সিরিজ। এই দুটো সিরিজের মাঝে অনুষ্ঠিত হবে আইপিএল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball