পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন লিভিংস্টোন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা

৭ জুলাই ২৫
ফাইল ছবি

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন লিয়াম লিভিংস্টোন। ডান পায়ের হাঁটুতে চোটের কারণে এই সিরিজে আর খেলতে পারছেন না তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


লিভিংস্টোনকে ইতোমধ্যেই দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। সেখানে ইসিবি এবং ল্যাঙ্কারশায়ারের মেডিকেল দলের তত্ত্বাবধনে থাকবেন এই অলরাউন্ডার। আর এই সিরিজের জন্য শীঘ্রই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে ইসিবি।


promotional_ad

চলমান রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে পা রেখেছেন লিভিংস্টোন। নিজের অভিষেক টেস্টে খুব বেশি সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০ বল খেলে করেছিলেন ৯ রান। আর দ্বিতীয় ইনিংসে ৮ বল খেলে ৭ রানে অপরাজিত ছিলেন তিনি। 


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

৬ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে বিপত্তিতে পড়েছিল ইংল্যান্ড। দলটির ১৩-১৪ জন স্টাফ ও মূল স্কোয়াডের অর্ধেক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তাদের এমন অসুস্থতার কারণ জানায়নি তারা।


ধারণা করা হচ্ছিলো খাদ্য বিষক্রিয়া বা ভাইরাস জনিত কারণে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইংল্যান্ড দলের সঙ্গে আছেন ওমর মেজাইন। তিনিই ক্রিকেটারদের খাবার দাবারের তদারকি করেছেন। অসুস্থ হয়ে পড়া ক্রিকেটারদের মধ্যে ছিলেন বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসনের মতো ক্রিকেটাররাও।


গত মঙ্গলবার বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়লে তাদের নিজেদের কক্ষে বিশ্রাম নিতে বলা হয়। এরপরও আরও বেশ কয়েকজন একইভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর অবশ্য ম্যাচ শুরুর আগেই তারা সবাই পুরো ফিট হয়ে ওঠেন এবং ম্যাচে তার প্রভাব পড়েনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball