'অজুহাত' দিচ্ছেন না রোহিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
৬ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বাদ পড়তে হয়েছে ভারতকে। সেই ব্যর্থতার জন্য এখনও সমালোচনা বয়ে বেড়াতে হচ্ছে রোহিত শর্মার দলকে। এবার বাংলাদেশ সফরে এসে ব্যাটিং ব্যর্থতার কারণে শ্বাসরুদ্ধকর ম্যাচে এক উইকেটে হারতে হয়েছে তাদের।
এই হারের পর কোনো অযুহাত দাঁড় করাতে চান না ভারতীয় অধিনায়ক। ভারত নিয়মিতই এই ধরনের উইকেটে খেলে অভ্যস্থ। তারপরও এমন অবিশ্বাস্য হার মেনে নিতে পারছেন না রোহিত। যদিও পরের ম্যাচগুলোতেই ঘুরে দাঁড়াতে আশাবাদী তিনি।

ম্যাচ শেষে রোহিত বলেছেন, 'আমাদের শিখতে হবে এবং বুঝতে হবে এই ধরনের উইকেটে কিভাবে খেলতে হয়। এক্ষেত্রে কোনো অজুহাত খাটে না। কারণ আমরা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্থ। আমি আসলে জানি না তারা কয়েকটি প্র্যাক্টিস সেশনে কতটা উন্নতি করতে পারে।'
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
৬ ঘন্টা আগে
নবম উইকেট পতনের পর বাংলাদেশের জিততে আরও ৫১ রান প্রয়োজন ছিল। সেখান থেকেই মুস্তাফিজুর রহমানের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত এই টাইগার ব্যাটার অপরাজিত ছিলেন ৩৯ বলে ৩৮ রান করে। তার সঙ্গী মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে এসেছে ১১ বলে ১০ রান।
বাংলাদেশ যেভাবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করেছে ভারতের ক্রিকেটাররা সেটা করতে পারেননি বলে মনে করেন রোহিত। তার বিশ্বাস এই হার থেকেও শিক্ষা নেবেন তার দলের ক্রিকেটাররা। এই কন্ডিশনে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা কম নেই ভারতের। তাই সেই আশাই করছেন তিনি।
রোহিতের ভাষ্য, 'আমার মনে হয় এখানে স্নায়ুচাপের বিষয় আছে এবং এটা চাপ ধরে রাখার বিষয়। আমি নিশ্চিত ছেলেরা এটা থেকে শিখবে এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। আশা করছি আমরা পরিস্থিতি বদলাতে পারবো। আমরা জানি এই ধরনের কন্ডিশনে আসলেই কি করতে হবে।'