'এ' দলে ডাক পেলেন দিপু-মুশফিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। শুক্রবারই দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


প্রথম চারদিনের ম্যাচের স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছে বিসিবি। ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ, মুশফিক হাসান ও আশিকুজ্জামান।


promotional_ad

বাদ দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তৌহিদ হৃদয়কে। এর মধ্যে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন শুধু শান্ত। মূলত এ কারণেই তাকে 'এ' দল থেকে ছেড়ে দেয়া হয়েছে। 


এদিকে ভারতের 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে অল্পের জন্য ইনিংস হার থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশ 'এ' দলের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১১২ রানে।


জবাবে খেলতে নেমে ৫ উইকেটে ৪৬৫ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। এরপর আবারও ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩৪১ রান করে মোহাম্মদ মিঠুনের দল। চতুর্থ দিনের শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে দুই ওভার আগেই ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।


'এ' দলের স্কোয়াড-


মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক সৌরভ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলী অনিক (উইকেটরক্ষক), নাঈম হাসান, রেজাউর রহমান রাজা, সুমন খান, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ, মুশফিক হাসান, আশিকুজ্জামান ও জাকির হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball