বৃষ্টি বিঘ্নিত সিরিজে ভারতের হার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

১০ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শুরু থেকেই ছিল বৃষ্টির শঙ্কা, হয়েছেও তাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড।


বুধবার ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ২১৯ রানে। ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি শুভমান গিল ও শিখর ধাওয়ান। দলীয় ৩৯ রানেই তারা হারায় গিলের উইকেট।


promotional_ad

তিনি ২২ বলে ১৩ রানের ইনিংস খেলেন। আরেক ওপেনার ধাওয়ান ৪৫ বল খেলে করেন ২৮ রান। মিডল অর্ডারে ভারতের ইনিংস টেনেছেন শ্রেয়াস আইয়ার। তিনি মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ঋষভ পান্ত ফিরেছেন ১০ রান করে। আর সূর্যকুমার যাদব আউট হয়েছেন ৬ রান করে।


আরো পড়ুন

তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের

১৮ ঘন্টা আগে
মাফাকাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

৭ নম্বরে নেমে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৬৪ বলে ৫১ রান করেছেন। এরপর দীপক চাহার ১২ রান করলেও শেষের দিকের তিন ব্যাটার যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও উমরান মালিকদের কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।


নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে ও ড্যারিল মিচেল। দুটি উইকেট পেয়েছেন টিম সাউদি। আর একটি করে উইকেট গেছে লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনারের ঝুলিতে।


জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়েছেন উমরান। যদিও কনওয়ে ৫১ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। কেন উইলিয়ামসন কোনো রান না করেই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball