নিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যা তহবিলে দেবেন স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস

২৫ জুন ২৫
বেন স্টোকস, ফাইল ফটো

প্রবল বর্ষণের কারণে হওয়া বন্যা ও ভুমি ধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিশুসহ পাকিস্তানের প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ। পাকিস্তানের সেই বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বেন স্টোকস। পাকিস্তানের বিপক্ষে খেলতে যাওয়া তিন টেস্টের ম্যাচ ফি তাদের দেবেন বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।


বন্যাদুর্গতদের সহায়তা করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ জার্সি পড়ে খেলেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। যেখানে জার্সির পেছনে ক্রিকেটারদের নামের ওই জায়গায় বন্যার ছাপ ছিল। এদিকে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে এসেছে ইংল্যান্ড।


promotional_ad

যেখানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দ্য গার্ডিয়ানের হিসেব অনুযায়ী, ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি পান সর্বোচ্চ প্রায় ১৪ হাজার ৫০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ ৯৩ হাজার টাকা। তিন ম্যাচ হিসেব করলে প্রায় ৫৩ লাখ টাকা পাবেন স্টোকস।


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

৯ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

নিজের পুরো এই টাকা পাকিস্তানের বন্যা তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ক্রিকেট থেকে অনেক কিছু পাওয়া স্টোকস এবার কিছুটা ফিরিয়ে দিতে চান। অভিজ্ঞ এই অলরাউন্ডার বিশ্বাস করেন, যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে এ অনুদান কাজে আসবে।


এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে স্টোকস লিখেন, ‘ঐতিহাসিক এ সিরিজের জন্য পাকিস্তানে প্রথমবার আসতে পেরে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দল হিসেবে আসাটা রোমাঞ্চকর। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব আছে, এখানে আসতে পারা বিশেষ কিছু। পাকিস্তানে এ বছর যে ভয়ংকর বন্যা আঘাত করেছে, সেটি দেখে খারাপ লেগেছে। এ দেশ ও দেশের মানুষদের জন্য এর প্রভাব বেশ বড়।’


‘এই খেলা জীবনে অনেক কিছু দিয়েছে আমাকে। ক্রিকেট ছাড়িয়ে কিছু ফিরিয়ে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। টেস্ট সিরিজ থেকে পাওয়া ম্যাচ ফি আমি পাকিস্তানের বন্যা তহবিলে দেব। যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে আশা করি এ অনুদান কাজে আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball