আইপিএল নিয়ে গ্রিনকে সতর্ক করলেন ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গ্রিনকে ৩ নম্বরের ‘স্থায়ী সমাধান’ ভাবছে অস্ট্রেলিয়া
২৫ জুন ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নিলামে নজর কেড়ে নিতে পারেন ক্যামেরন গ্রিন। তরুণ এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার দল পেলে খুশি হবেন ডেভিড ওয়ার্নার, তবে গ্রিনকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও নজর দিতে সতর্ক করছেন তিনি।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন গ্রিন। যেখানে দুটি হাফ সেঞ্চুরিসহ ১৭৩.৭৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউডার।

এমন পারফরম্যান্সের কারণে ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে অনুষ্ঠেয় আইপিএল নিলামের আগেই অনেক ফ্র্যাঞ্চাইজির নজরে আছেন গ্রিন। আর সেটা ভালোভাবেই টের পাচ্ছেন লম্বা সময় ধরে আইপিএল খেলা ওয়ার্নার।
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
গ্রিনের জাতীয় দলের সতীর্থ বলেন, 'একজন তরুণ ক্রিকেটার হিসেবে এটা পুরোপুরি তার ওপর নির্ভর করছে। এই সিদ্ধান্ত সে-ই নেবে। তার ক্যারিয়ারের লম্বা সময়ের কথা যদি চিন্তা করে তাহলে কিন্তু এটা তার জন্যে বড় একটা সিদ্ধান্তের ব্যাপার। ক্রিকেটার হিসেবে সে সিদ্ধান্ত নিক সেটাকেই আমরা সম্মান করব।'
একই অনুষ্ঠানে ওয়ার্নারকে জবাব দেন গ্রিন, 'সামনের বছরটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হয় না কেউ এটা নিয়ে দ্বিমত পোষণ করবে। তবে এটা দারুণ একটি সুযোগ। আমার মনে হয় আপনি যদি তিন ফরম্যাটের পাশপাশি আইপিএল খেলেন তবে অনেক কিছুই শিখতে পারবেন।'
গ্রিন দল পাওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও আগামী আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে জাতীয় দলকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স।