ব্রেভিসের স্বপ্ন সত্যি করেছে মুম্বাই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্রেভিস-প্রিটোরিয়াসদের নিয়ে প্রোটিয়াদের টেস্ট দল ঘোষণা

৮ জুন ২৫
ব্রেভিস ও প্রিটোরিয়াস, সিএসএ

জাতীয় দলে অভিষেকের আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসের।যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন এই তরুণ ব্যাটার। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা তার জন্য স্বপ্ন ছিল এমনটাই জানিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস।


সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথমে লাইম লাইটে আসেন ব্রেভিস। আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) আলো ছড়িয়েছেন তিনি। ১৯ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সিপিএলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টসের হয়েও দুর্দান্ত ব্যাটিং করেছেন।


promotional_ad

ব্রেভিস বলেন, 'এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করা আমার সবসময়ের স্বপ্ন ছিল। এখন সেটা এমআই কেইপটাউনের হয়ে খেলা এবং বড় মঞ্চে খেলা কারণ এখানে প্রচুর দর্শক থাকে, আমি সত্যিই এটি উপভোগ করি।'


আরো পড়ুন

ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

১০ ঘন্টা আগে
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো

এদিকে আগামী বছরের জানুয়ারী-ফেব্রুয়ারীতে মাঠে গড়াবে এসএটি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসর। এই আসরের জন্য ইতোমধ্যেই নিলাম অনুষ্ঠিত হয়েছে। অবশ্য নিলামের আগেই প্রত্যেক দল সরাসরি ৫ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পেয়েছিল।


সেই সুযোগে একাধিক বিদেশী তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে যে পাঁচজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ ছিল, সেখানে তিনজন বিদেশী খেলোয়াড়, একজন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার এবং একজন অনভিষিক্ত প্রোটিয়া ক্রিকেটার নিয়েছে দলগুলো। সবমিলিয়ে এই লিগ খুবই প্রতিদ্বন্দীতাপূর্ণ হবে বলে মনে করেন ব্রেভিস।


তিনি বলেন, 'আমি মনে করি, এই টুর্নামেন্টটি (এসএটি-টোয়েন্টি) রোমাঞ্চকর হতে চলেছে। সব ক্রিকেটাররা সাউথ আফ্রিকায় আসছে, খুবই প্রতিদ্বন্দীতাপূর্ণ ক্রিকেট হবে এটার জন্য ক্রিকেটারদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কারণ সেখানে প্রচুর বাউন্ডারি হবে, উইকেট পড়বে এবং রোমাঞ্চ থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball