নতুন ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১১ ঘন্টা আগে
বিসিবি

শুরু থেকেই জেমি সিডন্সের আগ্রহ ছিল তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করার। কিন্তু জাতীয় দলকে সময় দিতে গিয়ে তরুণদের নিয়ে কাজ করার খুব একটা সুযোগ পাচ্ছেন না এই ব্যাটিং পরামর্শক। তবে এবার জাতীয় দলে সিডন্সের বদলি হিসেবে নতুন ব্যাটিং কোচ এনে তাকে এইচপি, ‘এ’ দল ও টাইগার্সের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়ে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সিডন্সের বিশ্বাস, তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটকে আবারও ভালো কিছু উপহার দিতে পারবেন তিনি। বিসিবিও এখন সেভাবেই ভাবছে। এই অজি কোচকে সেই সুযোগই করে দিতে যাচ্ছে নাজমুল হোসেন পাপনের নেতৃত্বাধীন বোর্ড।


promotional_ad

সিডন্স এখন থেকে ‘এ’ দল, হাইপারফরম্যান্স বিভাগ ও বাংলাদেশ টাইগার্সকে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বিসিবি বস। সে ক্ষেত্রে সিডন্সের জায়গায় জাতীয় দলে নতুন একজন ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার কথাও বলেছেন তিনি।


পাপন বলেন, ‘আমরা ঠিক করেছি জেমি সিডন্সকে এইচপি, ‘এ’ দল ও টাইগার্সে নিয়ে আসব। তখন জাতীয় দলের জন্য একজন ব্যাটিং কোচ খুঁজতে হবে। তার মানে এই নয় যে আমরা ভারত আসার আগেই একজন ব্যাটিং কোচ নিয়ে আসব। কোচ পাওয়া এত সহজ নয়।’


এদিকে গত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টিতে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। তবে সর্বশেষ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে তারা। যার ফলে ম্যাচ জয়ের হিসেব কিংবা পারফরম্যান্স সবদিক থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা আসর ছিল এটি। বিশ্বকাপের এমন পারফরম্যান্স ইতিবাচক বলে মনে করেন পাপন।


বিসিবি সভাপতি বলেন, 'তিনটা সংস্করণ যদি দেখি, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল টি-টোয়েন্টিতে। এই সংস্করণে খুবই খারাপ করছিলাম। একেবারে নিচের দিকেই যাচ্ছিলাম। সে জন্য আমরা একটা সিদ্ধান্ত নিই, এই সংস্করণে কীভাবে আমূল পরিবর্তন আনা যায়। সে জন্য আমরা বড় পরিবর্তন এনেছি। শুধু কোচিংয়ে না, খেলোয়াড়ও পরিবর্তন করেছি।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball