ফরম্যাট ভেদে আলাদা কোচের পরিকল্পনা নেই বিসিবির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১০ ঘন্টা আগে
বিসিবি

ফরম্যাট ভেদে আলাদা আলাদা হেড কোচ রাখার পরিকল্পনা এখনও করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ক্রিকেটে নিয়মিত ভালো খেলার কারণে এখনই এই পরিকল্পনা করছে না বিসিবি।


সাদা এবং লাল বলের ক্রিকেটে আলাদা আলাদা কোচিং স্টাফ নিয়ে দারুণ সফল ইংল্যান্ড দল। টেস্টেও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে অসাধারণভাবে সফল দলটি। আবার কোচিং প্যানেলে সম্পূর্ণ ভিন্ন সেট আপ নিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ইংল্যান্ড।


promotional_ad

বিশ্বের অন্যান্য দলগুলো অবশ্য এখনও ইংল্যান্ডের এই পন্থা অবলম্বন করেনি। তবে এমনটা চিন্তা করছে অনেকেই। এদিকে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে আনলেও মূলত তাকে হেড কোচের ভূমিকায় রাখছে বাংলাদেশ।


শ্রীরামের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ বেড়ে যায় কিনা এই প্রশ্নের জবাব দেবে সময়। তবে এখনও ওয়ানডে ক্রিকেটে ভালো খেলার কারণে সাদা ও লাল বলে পৃথক কোচ চায় না বিসিবি।


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'এখনও ওই ধরনের কোনো চিন্তাভাবনা নেই। তিনটা সংস্করণ যদি দেখি, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা ছিল টি-টোয়েন্টিতে। এই সংস্করণে খুবই খারাপ করছিলাম। খুবই খারাপ মানে একেবারে নিচের দিকেই যাচ্ছিলাম। সে জন্য আমরা একটা সিদ্ধান্ত নেই, এই সংস্করণে কিভাবে আমুল পরিবর্তন আনা যায় – মাইন্ডসেটে। তাতে করে যে জিতে যাব, তা নয়।'


'তবে আমাদের একটা পরিকল্পনা ছিল। সে জন্য আমরা বড় পরিবর্তন এনেছি। শুধু কোচিংয়ে না, খেলোয়াড়ও পরিবর্তন করেছি। যেহেতু ওয়ানডেতে বাংলাদেশ দল এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, তাই সেটা ভাঙার চিন্তা করিনি। যদি কখনও মনে হয় করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমরা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball