৫ বছরের জন্য আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ আরব আমিরাত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে কখনোই নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি আফগানিস্তান। এ কারণে বিভিন্ন দেশের ভেন্যুকে এতদিন 'হোম ভেন্যু' বানিয়ে খেলেছে তারা। এবার নতুন 'হোম ভেন্যু' খুঁজে পেয়েছে আফগানিস্তান। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের 'হোম ম্যাচ' খেলবে তারা।
এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা। অর্থাৎ, আগামী ৫ বছর সংযুক্ত আরব আমিরাতে 'হোম ম্যাচ' খেলবে রশিদ খান-মুজিব উর রহমানরা।

ইসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী, এই পাঁচ বছরের প্রতি বছরেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে আফগানদের। আর বিনিময়ে আফগানদের ম্যাচের সমস্ত আয়োজন করে দেবে ইসিবি।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আবুধাবি, দুবাই এবং শারজাহর মাটিতে খেলবে আফগানরা। এই তিন ভেন্যুতে খেলতে আগামী পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাবেন আফগানিস্তানের অন্তত ২৪ ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা।
২০২৩ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি 'হোম ওয়ানডে সিরিজ' খেলবে আফগানিস্তান। এই তিনটি সিরিজই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৫ সালে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাথে চুক্তি করেছিল ইসিবি। তারপর থেকে ভারতের বৃহত্তর নয়দাকেই 'হোম ভেন্যু' হিসেবে ব্যবহার করে তারা।