পিছিয়ে যেতে পারে আইপিএলের নিলাম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ

১৪ জুলাই ২৫
ফাইল ছবি

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম। যদিও এই নিলাম স্থগিতের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আবেদন করার পরিকল্পনা করেছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি।


মূলত ক্রিসমাসের ছুটির কারণে নির্ধারিত সময়ে ভারতের পৌঁছাতে পারবেন না দলগুলোর সঙ্গে যুক্ত বিদেশি কর্মীরা। তাদের ছাড়া তাই নিলামের টেবিলে বসছে চাইছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। এ কারণেই নিলামের সময় পিছিয়ে দেয়ার পক্ষে একমত হয়েছে তারা।


promotional_ad

এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো আবেদন করেনি দলগুলো। খুব দ্রুতই তারা বিসিসিআইকে চিঠি দেবে বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এবারের আসরে থাকছে না মেগা নিলাম। এর পরিবর্তে একদিনে মিনি নিলামের আয়োজন করবে বিসিসিআই।


আইপিএলের আগামী আসরকে সামনে রেখে ১০টি দল ১৬৩ জন ক্রিকেটারকে রিটেইন করেছে এবং ৮৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। যার মধ্যে রয়েছেন অনেক জনপ্রিয় ক্রিকেটাররাও। এই ক্রিকেটাররাও নিলামে অংশ নিতে পারবেন।


আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১১ মৌসুম খেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদ রিলিজ দিয়েছে গত কয়েক আসরে তাদের অধিনায়কত্ব করা কেন উইলিয়ামসনকে।


সবচেয়ে বেশি ক্রিকেটার ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ১৩ ক্রিকেটার ছেড়ে দিয়ে নিলামের আগে নিজেদের আর্থিক শক্তি বাড়িয়েছে। এ ছাড়া অন্য দলগুলোর মধ্যে পাঞ্জাব কিংস ধরে রাখেনি মায়াঙ্ক আগারওয়ালকে। হায়দরাবাদ ছেড়ে দিয়েছে উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানকেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball