অবশেষে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব ছাড়লেন পুরান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পুরানের মতো আরও ক্রিকেটার ভুল পথে পা বাড়াবেন, ধারণা স্যামির
১১ জুন ২৫
বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এমন ব্যর্থতার পর বিশ্বকাপ শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। দলের এমন ব্যর্থতায় অধিনায়কের দায়িত্ব ছাড়া অনুমেয়ই ছিল। তবে সেসময় নিকোলাস পুরান জানিয়েছিলেন, নেতৃত্ব না ছেড়ে বরং চ্যালেঞ্জকে আলিঙ্গন করে সামনে এগিয়ে যেতে চান।
এমন কথা বলার মাসখানেক বাদেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন পুরান। বিশ্বকাপ ব্যর্থতার দায়ে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন মারকুটে এই ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি)।

এ প্রসঙ্গে পুরান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশার পর থেকেই অনেক ভেবেছি অধিনায়কত্ব নিয়ে। অনেক গর্ব ও নিবেদন নিয়ে এ দায়িত্ব নিয়েছিলাম, গত এক বছরে সবকিছু উজাড় করে দিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আমাদের বিচার করা উচিত হবে না, তবে সামনের রিভিউয়ে আমি সম্পৃক্ত হব। দল হিসেবে একত্র হওয়ার আগে যেহেতু কয়েক মাস সময় আছে, আমি মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (অধিনায়ক ঠিক করার ক্ষেত্রে) পর্যাপ্ত সময় দিতে চাই।’
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
৫ ঘন্টা আগে
অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে হাল ছাড়ছেন না পুরান। নেতৃত্বভার না থাকায় ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান এই উইকেটকিপার ব্যাটার। দলের প্রয়োজনে রান করতে মরিয়া তিনি। এদিকে সিনিয়র ক্রিকেটার হিসেবে সহায়তাকারীর ভূমিকায় কাজ করতে মুখিয়ে রয়েছেন পুরান। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
পুরান বলেন, ‘আমি হাল ছাড়ছি না। এখনো আমি লক্ষ্যে স্থির আছি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়াটা সম্মানেরই মনে করি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি পুরোপুরি নিবেদন থাকবে আমার, এ নিয়ে সংশয় নেই। সিনিয়র ক্রিকেটার হিসেবে সহায়তাকারীর ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি।’
‘আমার বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ব্যক্তিগত স্বার্থেই এখন আমার সরে যাওয়া উচিত। খেলোয়াড় হিসেবে কী দিতে পারি, সেদিকে পুরো মনোযোগ দেওয়া দরকার। নিজেদের সাফল্য পেতে আমি মরিয়া। ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সময়ে রান করে যাওয়ার দিকেই আমি পুরো মনোযোগ দিতে চাই।’