সূর্যকুমারের ঝড়ো সেঞ্চুরির দিনে সাউদির হ্যাটট্রিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সূর্যকুমার যাদবের সেঞ্চুরি আর টিম সাউদির হ্যাটট্রিকের ম্যাচে ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছেন ভারতের অলরাউন্ডার দীপক হুদা। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে ১২৬ রানেই অল আউট হয়ে যেতে হয়েছে নিউজিল্যান্ডকে। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি ভারত। এদিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন ঋষভ পান্ত। তিনি আউট হয়েছেন মাত্র ৬ রান করে। আরেক ওপেনার ইশান কিশান ফিরেছেন ৩৬ রান করে। শ্রেয়াস আইয়ারও ব্যর্থ হয়েছেন তার ব্যাট থেকে এসেছে ১৩ রান।
নিয়মিত উইকেট গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন সূর্যকুমার। ৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর তিন অঙ্ক ছুঁতে লেগেছে আর মাত্র ১৭ বল। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫১ বলে ১১১ রানের ইনিংস খেলে। তার ইনিংস জুড়ে ৭ ছক্কার সঙ্গে ১১টি চার ছিল তার।

চতুর্থ উইকেটে হার্দিককে নিয়ে ৮২ রানের জুটি গড়েছেন তিনি। যদিও এই জুটিতে মাত্র ১৩ রান অবদান রেখেছেন হার্দিক। বাকি সব রানই এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে হার্দিক লং অফে উড়িয়ে মারতে গিয়ে সাউদির বলে ক্যাচ দেন জিমি নিশামের হাতে।
পরের বলে হুদা ফ্লিক করতে গিয়ে ধরা পড়েছেন স্কয়ার লেগে সেই নিশামের হাতে। এরপর পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দর লং অনে নিশামের হাতে ক্যাচ দিলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান সাউদি। শেষ পর্যন্ত এক রানে অপরাজিত ছিলেন ভুবনেশ্বর কুমার।
জবাবে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন কিউই ব্যাটাররা। যদিও কেন উইলিয়ামসন ৫২ বলে ৬১ রানের ইনিংস খেলে কিউইদের লড়াইয়ে রেখেছিলেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে ৬৫ রানে। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন।
এরপর অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে ৫৬ রানের জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেয় কনওয়ে। বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার ফেরার পর আবারও বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস দুই অঙ্কে পৌঁছালেও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে জয়ের কক্ষপথ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
ভারতের হয়ে হুদার ৪ উইকেট ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন যুবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও সুন্দর। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।