টি-টোয়েন্টি নয়, ব্রেভিসের আগ্রহের চূড়ায় টেস্ট ক্রিকেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্রেভিস-প্রিটোরিয়াসদের নিয়ে প্রোটিয়াদের টেস্ট দল ঘোষণা

৮ জুন ২৫
ব্রেভিস ও প্রিটোরিয়াস, সিএসএ

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেই বেশি পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস। যদিও তিন ফরম্যাটের ক্রিকেটেই খেলতে চান এই সাউথ আফ্রিকান। এখনও প্রথম শ্রেণিতে না খেললেও টেস্ট ক্রিকেটেই সবচেয়ে বেশি আগ্রহ তার।


সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আলো ছড়ানো ব্রেভিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) আলো ছড়িয়েছেন। ১৯ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সিপিএলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টসের হয়ে খেলেছেন।


promotional_ad

আসব আসরে তিনি দ্যুতি ছড়িয়েছেন স্ব-মহিমায়। যদিও জাতীয় দলে এখনও অভিষেক হয়নি তার। তার হার্ড হিটিং সামর্থ্য দেখে অনেকে তাকে টি-টোয়েন্টির ব্যাটার বললেও, ব্রেভিসের নজর টেস্ট ক্রিকেটের দিকে।


আরো পড়ুন

ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার

২২ ঘন্টা আগে
সাউথ আফ্রিকা দল, ফাইল ফটো

ব্রেভিস বলেন, 'আমি নিজের সঙ্গে সত্য কথাই বলতে চাই। প্রতিটি ম্যাচ উপভোগ করতে এবং সুযোগের অপেক্ষায় থাকতে আমি সবসময়ই চাইব। আমার ইচ্ছে হচ্ছে প্রোটিয়াদের হয়ে তিন ফরম্যাটেই খেলে যাওয়া। এটাই আমার মূল লক্ষ্য। লাল বলের ক্রিকেট সবসময়ই শীর্ষে প্রাধান্য পাবে।'


'অনেকেই একটা কথা বলে ভুল করে, তা হচ্ছে আমি শুধুই সাদা বলের ক্রিকেটার। কেননা আমি এখন পর্যন্ত সাদা বলের ক্রিকেটই খেলেছি। তবে লোকজনের এটাও মনে রাখতে হবে যে, আমি লাল বলের খেলার সুযোগই পাইনি। পেশাদার ক্রিকেটে আমার এক বছরও হয়নি। তাদের উচিত হবে আমাকে সময় দেয়া। কেননা আমি লাল বলের ক্রিকেট খেলতে চাই। সবারই এটা যান উচিত।'


ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রেভিস। যেখানে ২৭.৩৩ গড় এবং ১৫০.৭৩ স্ট্রাইক রেটে ৮২০ রান করেছেন ডানহাতি এই আগ্রাসী ব্যাটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball