আবারও কুমিল্লায় খেলবে হাসান আলী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ
১৪ জুলাই ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। এর আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের দলের ভেড়ানোর সুযোগ রয়েছে। সেই সুযোগেই বিদেশী ক্রিকেটার হিসেবে হাসান আলীকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
পাকিস্তানের এই পেসারের বিপিএল খেলতে আসার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগেও বিপিএলে খেলেছেন হাসান। শেষবারও ভিক্টোরিয়ান্স শিবিরের হয়েই বাইশ গজে গতির ঝড় তুলেছিলেন এই পাকিস্তানি পেসার।

বিপিএলের এবারের আসরে ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার নিয়ম থাকলেও বিদেশিদের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট নয়। নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো।
সেই সুযোগ লুফে নিয়ে ড্রাফটের আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা। ইতোমধ্যেই বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহামানের সঙ্গে চুক্তি করেছে দলটি। তাছাড়া একাধিক বিদেশী ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
হাসান সহ মোট চারজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি নিশ্চিত করেছে কুমিল্লা। এর আগে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চোটে পড়ায় খানিকটা শঙ্কা আছে শাহীন আফ্রিদিকে নিয়ে।
বরাবরই তারকাবহুল দল সাজায় কুমিল্লা। একই সময়ে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর কারণে বড় তারকা আনতে বেগ পেতে হচ্ছে দলগুলোকে। যদিও সময়ের অন্যতম সেরা পেসার শাহীন আফ্রিদি আর ধারাবাহিকভাবে রান করা রিজওয়ানকে দলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে কুমিল্লা।