নাইব-নূরদের নিয়ে আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই
৮ জুলাই ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন এই সিরিজে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব ও অভিষেকের অপেক্ষায় থাকা রিস্টস্পিনার নূর আহমেদকে।
দলের বাকি ক্রিকেটাররা খেলেছেন সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে। সেই সিরিজে জিম্বাব???য়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল আফগানরা। ১৮ বছর বয়সী নূর বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগে খেলে সুনাম কুড়িয়েছেন।
যদিও আফগানিস্তানের হয়ে এখনও ওয়ানডে অভিষেক হয়নি তার। টি-টোয়েন্টি অভিষেকে ১০ রানে ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। সর্বশেষ এশিয়া কাপেও আফগানদের স্কোয়াডে ছিলেন নূর।

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছাড়াই খেলেছে আফগানরা। দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচেই খেলা হয়নি তার।এদিকে নাইব সর্বশেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন নাইব।
বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
২০ মিনিট আগে
হজরউল্লাহ জাজাই চোটে পড়লে তার বিকল্প হিসেবে বিশ্বকাপ দলে নেয়া হয় নাইবকে। আগামী ২৫ নভেম্বর শুরু হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে কেন্ডিতে।
সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। এই মুহূর্তে সুপার লিগের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রয়েছে আফগানিস্তান। ১২ ম্যাচের মধ্যে তারা ১০টিতেই জয় পেয়েছে।
আফগানিস্তান স্কোয়াড-
হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, ইব্রাহীম জাদরান, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নূর আহমেদ, রশিদ খান, রিয়াজ হাসান, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই ও জিয়া উর রহমান।