ভারতীয়দের দেশের বাইরের লিগে খেলার প্রয়োজন নেই: শাস্ত্রী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুমরাহ খেলছেন না, বিশ্বাসই হচ্ছে না শাস্ত্রী-স্টেইনের
৩ জুলাই ২৫
ভারতীয় ক্রিকেটারদের পুরো বিশ্বজুড়েই ফ্র্য??ঞ্চাইজি লিগে খেলা উচিত বলে মন্তব্য করেছিলেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। হেলসের এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত স্টিফেন ফ্লেমিংসহ আরও কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বও। যদি এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন রবি শাস্ত্রী।
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু হওয়ার পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে একেবারেই সাফল্য পায়নি ভারত। এরপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে একটি ফাইনালও খেলেনি তারা।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে দলের চূড়ান্ত ব্যর্থতা। এসবের কারণ হিসেবে ভারতীয়দের বিদেশি লিগে না খেলাকে দায়ী করছেন কেউ কেউ। যদিও এতে একেবারেই একমত নন শাস্ত্রী।
ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার
৫ ঘন্টা আগে
তার মতে, ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে আরও বেশি মনোযোগ দিতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সফল হবে ভারত। ভারতের সাবেক এই কোচ ভবিষ্যতের দিকে চেয়ে আছেন।
শাস্ত্রী বলেন, 'তাদের বাইরের দেশের লিগে খেলার কোনোই প্রয়োজন নেই। তারা আইপিএলে ভালোই খেলছে এবং ঘরোয়াতে মনোযোগ দিচ্ছে। ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেটে তাদের আরও মনোযোগ দেয়া উচিত।'
'আমাদের ক্রিকেট সিস্টেমে যথেষ্ট ঘরোয়া ক্রিকেট আছে। সবাই এখানে সুযোগের অপেক্ষায় থাকে। এর পাশাপাশি ভারতের 'এ' দলের হয়েও আপনি সফর পাচ্ছেন। অন্যান্য সফরও পাচ্ছেন। সামনে এমনও দেখবেন একই সঙ্গে ভারতের দুটি দল দুই দেশে খেলছে।'