অধিনায়ক হয়ে বাংলাদেশে আসতে পারেন পূজারা, ‘এ’ দলে সঙ্গী উমেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ইংল্যান্ডেই সবচেয়ে কঠিন পরীক্ষা দেবে ভারত’

২৯ মে ২৫
লোকেশ রাহুল (বামে) ও শুভমান গিল (ডানে), ফাইল ফটো

টেস্টের প্রস্তুতি নিতে চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবকে বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলের সঙ্গে পাঠানোর কথা ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসি)। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে পূজারাকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।


তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরের শেষদিকে বাংলাদেশ সফরে আসছে ভারত। নিউজিল্যান্ডে বিশ্রাম দেয়া হলেও বাংলাদেশ রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলদের পাঠাচ্ছে তারা। ভারত মূল দল আসার আগে ২০ নভেম্বরের পর বাংলাদেশে আসছে ভারতের ‘এ’ দল।


promotional_ad

কক্সবাজার এবং সিলেটে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশের ‘এ’ দলের ক্রিকেটাররা। সেখানেই টেস্ট দলের কয়েকজন ক্রিকেটার পাঠানোর কথা ভাবছে ভারত। মূলত টেস্টের জন্য বাড়তি প্রস্তুতি নিতেই এই পথে হাঁটতে চাচ্ছে তারা। এখনও স্কোয়াড ঘোষণা না করলেও ক্রিকবাজ জানিয়েছে, টেস্ট দলে থাকা পূজারা এবং পেসার উমেশকে পাঠাবে ভারত।


রিজার্ভ উইকেটকিপার কেএস ভরতকেও দেখা যেতে পারে পূজারা-উমেশদের সঙ্গে। প্রধান নির্বাচক অস্ট্রেলিয়া থেকে ফিরলেই স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানায় তারা। ধারণা করা হচ্ছে, শুক্রবার দল ঘোষণা করতে পারে ভারত।


রঞ্জিতে সবচেয়ে বেশি রান করলেও জাতীয় দলের হয়ে সুযোগ পাননি সরফরাজ খান। তবে ভারত ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশে তাকে পাঠাবে তারা। এ ছাড়া বাংলার ব্যাটার অভিমন্যু ইশ্বরনকেও ‘এ’ দলের জার্সিতে দেখা যেতে পারে।


বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে দেখা যেতে পারে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না বাঁহাতি এই ব্যাটার। অফ ফর্মের কারণে নেতৃত্বও হারিয়েছেন তিনি। এ ছাড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ও খেলতে পারেন ‘এ’ দলের হয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball