বিপিএলে চ্যাম্পিয়ন দলেই থেকে গেলেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘মুস্তাফিজ আইপিএলে খেলে, তার অভিজ্ঞতা অনেক’
৬ জুলাই ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। বিপিএলের এবারের আসরেও কুমিল্লার জার্সিতেই দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। মুস্তাফিজকে রেখে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের সর্বশেষ আসরেও কুমিল্লার হয়ে খেলেছেন মুস্তাফিজ। সেবার দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে দারুণভাবে ভূমিকা রেখেছিলেন তিনি। যেখানে পুরো টুর্নামেন্টে ১১ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে থাকা মুস্তাফিজ রান দিয়েছিলেন ৬.৬২ ইকনোমি রেটে। কুমিল্লার হয়ে ২৭ রানে ৫ উইকেট নেয়ার কীর্তিও রয়েছে কাটার মাস্টারের। সর্বশেষ মৌসুমে এমন পারফর্ম করার পর এবারের আসরের জন্যও তাকে দলে নিয়েছে কুমিল্লা।
প্লেয়ার্স ড্রাফটের বাইরে একজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। সেই সুযোগ লুফে নিয়ে মুস্তাফিজকে রেখে দিয়েছে। কুমিল্লা। ২০২৩ বিপিএলের জন্য দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চুক্তি করেছে তারা।
যেখানে পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদির সঙ্গে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও দলে নিয়েছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিনকে। গত মৌসুমে স্টিভ রোডসকে মেন্টর হিসেবে কাজ করতে দেখা গেলেও এবার তাকে আনা হবে কিনা তা জানায়নি দলটি।