'তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারের সংখ্যা আরও কমবে'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কনস্টাসকে আরো সুযোগ দিতে চান ম্যাকডোনাল্ড

২৯ জুন ২৫
স্যাম কনস্টাস, ফাইল ফটো

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা। একদিকে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাস্ত সূচি অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অর্থের ঝন-ঝনানি, সবমিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই পা বাড়াচ্ছেন ক্রিকেটাররা। এর ফলেই তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারের সংখ্যা কমছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।


গত এক দশকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোল মডেলে পরিণত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই লিগকে ধরা বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার আইপিএলকে টেক্কা দিতে আসছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)। আগামী বছরের শুরুর দিকে আরব আমিরাতে বসবে লিগটির প্রথম আসর। যেখানে খেলতে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন বিশ্বের বড় বড় সব তারকা ক্রিকেটার।


promotional_ad

আইপিএল, বিবিএল কিংবা পিএসএলের মতো জনপ্রিয় সব লিগ আগে থেকে চালু আছে। যেখানে খেলার জন্য অনেক ক্রিকেটারই জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন সময়ের আগেই। এসব লিগের সঙ্গে আগামী বছর যোগ হচ্ছে আইএলটি-টোয়েন্টি কিংবা এসএটোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি আসর। এর ফলে ফ্র্যাঞ্চিজি ক্রিকেটের হাক-ডাক আরও বাড়বে তা বলার আর অপেক্ষা রাখে না।


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১১ ঘন্টা আগে
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

ম্যাকডোনাল্ড বলেন, 'আমি মনে করি, আগামী চার-পাঁচ বছরের মধ্যে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররের সংখ্যা আরও কমে যাবে। যারা ১২ মাসই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে।'


বর্তমান সময়ে যে কয়জন ক্রিকেটার তিন ফরম্যাটেই দলের অটো চয়েজ তাদের অন্যতম একজন ডেভিড ওয়ার্নার। এই অজি তারকা জাতীয় দলের হয়ে সব ফরম্যাটেই খেলেন। পাশাপাশি একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা মেলে তার। ফ্র্যাঞ্চাইজি লিগে চাহিদা থাকার পরও জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলেন, এমন ক্রিকেটারের সংখ্যা বিশ্ব ক্রিকেটে খুবই কম।


অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, 'ডেভিড ওয়ার্নারের তিন ফরম্যাটে খেলার সামর্থ্য প্রামণ করে যে, আসলেই সে একজন দুর্দান্ত খেলোয়াড়। বর্তমান সময়ে শুধুই অস্ট্রেলিয়া নয়, পুরো বিশ্বজুড়েই এমন ক্রিকেটার আপনি খুব একটা খুঁজে পাবেন না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball