সিলেটে মাশরাফিদের কোচ সৈয়দ রাসেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

ক্যারিয়ারের সেরা সময়টায় মাশরাফি বিন মুর্তজার সঙ্গে জুটি বেঁধে বোলিং করতেন সৈয়দ রাসেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও জুটি বাধছেন তারা দুজন। এবার আর সতীর্থ হিসেবে নয়, মাশরাফিদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এই বাঁহাতি পেসার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।


বাংলাদেশের হয়ে যে কয়জন বাঁহাতি পেসার খেলেছেন তাদের মধ্যে অন্যতম সম্ভাবনাময়ী ছিলেন রাসেল। কিন্তু সেই তুলনায় আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা করতে পারেননি তিনি। ২০০৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর খেলেছেন ২০১০ সাল পর্যন্ত। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছেন মোটে ৬৬টি।


promotional_ad

জাতীয় দল থেকে বাদ পড়ার পর দীর্ঘদিন খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। তবে ২০১৫ সালে কাঁধের চোটে পড়েন তিনি। এ কারণে প্রায় দুই বছর বাইশ গজের বাইরে ছিলেন এই বাঁহাতি পেসার। এরপর সেই চোট কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরলেও বেশিদিন আর খেলা চালিয়ে যাননি। ২০১৮ মৌসুমের পর আর ক্রিকেটে দেখা যায়নি তাকে।


এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবে যোগ দেন তিনি। একই বছর বিপিএলে ঢাকা প্লাটুনে বোলিং কোচের দায়িত্বও সামলেছেন সাবেক এই পেসার। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি। 

এবার সিলেটের সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন রাসেল। তাকে কোচিং স্টাফে নেয়ার কথা নিশ্চিত করে সিলেট ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে বলেছে, ‘রাসেলের অধীনে খেলবেন মাশরাফী। সিলেট এবার দেশের একঝাঁক সাবেক ক্রিকেটারদের নিয়ে সাজিয়েছে কোচিং স্টাফ। সেখানেই সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন সৈয়দ রাসেল।’


মাশরাফি ও রাসেলের জুটিতে ইতিহাস সৃষ্টি করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। বিবৃতিতে আরও বলা হয়, ‘বল হাতে সুইংয়ের জাদুতে প্রতিপক্ষকে চমকে দেয়া রাসেলের সামনে এবার বিরাট চ্যালেঞ্জ। সঙ্গে বন্ধু মাশরাফী। মাশরাফী-রাসেলে সৃষ্টি হোক আরেকটি নতুন ইতিহাস। আরেকবার উল্লাস!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball