'টি-টোয়েন্টিতে হার্দিককে অধিনায়ক করা উচিত'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’

৩ জুন ২৫
মুম্বাইয়ের জার্সিতে হার্দিক পান্ডিয়া

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর থেকে অনেকটাই বদলে গেছেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এনেছেন তিনি। পাশাপাশি মানসিকভাবেও আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেছেন। যার ফল পাচ্ছেন মাঠের ক্রিকেটে। তার অধিনায়কত্বে প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়ে শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের নেতৃত্ব ভার এখনই হার্দিকের কাঁধে তুলে দেয়া উচিত বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণামাচারি শ্রীকান্ত।


মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস, সবমিলিয়ে কার্যকরী এক অলরাউন্ডার হার্দিক। ফিল্ডিংয়েও বেশ মনযোগী এই ভারতীয়। তাছাড়া সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে আছেন তিনি। এমন একজন ক্রিকেটার যেকোনো দলেই ভারসাম্য এনে দিতে সাহায্য করে।


 


promotional_ad

 


আরো পড়ুন

ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার

৫ ঘন্টা আগে
ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে আর্চার

সর্বশেষ আইপিএল থেকেই নতুন এক হার্দিককে দেখছে ক্রিকেট বিশ্ব। একটা সময় দলে তার কাজ ছিল শেষ দিকে এসে দ্রুত রান তোলা। তবে সর্বশেষ আইপিএল থেকে নিজের ব্যাটিং কৌশলে পরিবর্তন আনেন তিনি। পাশাপাশি চোট কাটিয়ে বল হাতেও নিয়মিত হয়ে উঠেন এই অলরাউন্ডার।


যা ধরে রেখেছেন চলমান আন্তর্জাতিক ক্রিকেটেও। যার সর্বশেষ উদাহরণ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচে ব্যাট হাতে শেষের সমীকরণ মেলাতে বিরাট কোহলিকে দারুণ সঙ্গ দেন তিনি। তাছাড়া সেমি-ফাইনালে দলের বাকি ব্যাটাররা সুবিধা করতে না পারলেও দুর্দান্ত এক হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে লড়াই করার মতো পুঁজি এনে দেন দলকে। তাই আগামী বিশ্বকাপে তাকে কেন্দ্র করে ভারতের পরিকল্পনা সাজানো উচিত বলে মনে করেন শ্রীকান্ত।


ভারতের সাবেক এই অধিনায়ক এবং বিসিসিআইয়ের নির্বাচক কমিটির সাবেক এই চেয়ারম্যান স্টার স্পোর্টের 'ম্যাচ পয়েন্ট শো'তে বলেন, 'আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে, ২০২৪ বিশ্বকাপের অধিনায়ক হতো হার্দিক পান্ডিয়া। এটিই হতো আমার প্রথম সিদ্ধান্ত।'


অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভলো শুরু করেও সেমি-ফাইনালের গণ্ডি পার হতে পারেনি ভারত। তাই আগামী আসরে সফলতা পেতে এখন থেকেই পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন শ্রীকান্ত। তার মতে, আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে।


শ্রীকান্ত বলেন, 'এখন থেকেই দল পুনর্গঠন শুরু করুন। আগামী এক সপ্তাহের মধ্যেই নিউজিল্যান্ড সিরিজ আছে। আপনাকে এটা বুঝতে হবে, বিশ্বকাপের জন্য ২ বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball