'২০২৩ বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে ইংল্যান্ড'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আর্চারকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ ভনের

২৬ জুন ২৫
সাসেক্সের হয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন জফরা আর্চার

একই সময়ে একমাত্র দল হিসেবে দুই ফরম্যাটের ক্রিকেটে চ্যাম্পিয়নের তকমা গায়ে আছে ইংল্যান্ডের। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ইংলিশরা কতটা শক্তিশালী এটা তারই প্রমাণ। বিশ্বক্রিকেটে তাদের এই অধিপত্য আরও কয়েক বছর বহাল থাকবে বলে মনে করেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, ২০২৩ বিশ্বকাপেও স্পষ্ট ফেভারিট ইংল্যান্ড।


২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে বিশ্বসেরার মুকুট পড়েছিল ইংল্যান্ড। এই একটা শিরোপা যেন ইংলিশদের আরও জয়ের নেশা আরও বাড়িয়ে দিয়েছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা করতে না পারলেও এবছর ঠিকই শিরোপা ঘরে তুলেছে ইংলিশরা।


promotional_ad

আগামী বছর ভারতের মাটিতে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও অন্যতম ফেভারিট হিসেবে খেলবে ইংল্যান্ড। উপমহাদেশের মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পায় স্পিনাররা। তবে এখানেও পিছিয়ে নেই ইংলিশরা। তাদের দলে আছে বেশ কয়েকজন কার্যকরী স্পিনার।


আরো পড়ুন

ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার

১১ ঘন্টা আগে
ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে আর্চার

আদিল রশিদ বর্তমানে সময়ের অন্যতম সেরা একজন লেগ স্পিনার। তাছাড়া লিয়াম লিভিংস্টোনের লেগ স্পিনও দলকে বিকল্প ভাবার সুযোগ দেবে। তাছাড়া ভারতের মাটিতে বাড়তি সুবিধা পেতে পারেন মঈন আলি। আর ব্যাটিংয়ে জস বাটলার, লিভিংস্টোনসহ বেশ কয়েকজন ইংলিশ ব্যাটার স্পিন ভালো খেলেন। সবমিলিয়ে ভারত বিশ্বকাপে তাদের বড় সম্ভাবনা দেখছেন ভন।


তিনি বলেন, 'এর পরের বড় লক্ষ্য হল, আগামী বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ। তাদের (ইংল্যান্ডের) কাছে ভালো স্পিন বিকল্প রয়েছে এবং সেই টুর্নামেন্টেও তাদেরকে ফেভারিট হিসেবে রাখতে হবে। ঘরের মাঠে খেলা হওয়ার কারণে টুর্নামেন্টের শুরুতে ভারতকে আপনি ফেভারিট হিসেবে ধরবেন।'


ইংল্যান্ড দলের সাম্প্রতিক ফর্ম কিংবা তাদের শক্তিমত্তা সবদিক বিবেচনায় যেকোনো কন্ডিশনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে ইংলিশরা। ভন বলেন, 'তবে এটি সম্পূর্ণ বাজে কথা। কোনো প্রশ্ন ছাড়াই যেকোনো দলকে পরাজিত করার সামর্থ্য আছে ইংল্যান্ডের এবং আগামী কয়েক বছরের জন্য এটিই হতে চলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball