সর্বোচ্চ রান কোহলির, উইকেটে সেরা হাসারাঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২৫
ইতালি

ওয়ানডের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও এখন ইংল্যান্ডের। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে 'ডাবল চ্যাম্পিয়ন' ইংলিশরা। সীমিত ওভারের এই বিশ্ব আসরে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার পারফর্ম করেছেন। তেমনি অনেক উদীয়মান ক্রিকেটারও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।


আসর জুড়ে দারুণ বোলিং করে টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেছেন ইংলিশ পেসার স্যাম কারান। যদিও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে লঙ্কান তারকা ওয়ানিন্ডু হাসারাঙ্গা। ৮ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। বল হাতে বেশ কয়েকটি ম্যাচে খরুচে ছিলেন তিনি। তবুও ইকোনোমিটা (৬.৪১) বেশ সমৃদ্ধ তার।


promotional_ad

No description available.


হাসারাঙ্গার পরেই অবস্থান করছেন কারান। এই ইংলিশ পেসারের ইকোনোমিটাও বেশ সমীহ জাগানীয়া ৬.৫২। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিন নম্বরে নেদারল্যান্ডসের পেসার বাস ডি'লিড। আর চার নম্বরে রয়েছেন ১২ উইকেট নেয়া জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাঁচ নম্বরে রয়েছেন ১১ উইকেট নেয়া প্রোটিয়া পেসার এনরিক নরকিয়া। 


এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন বিরাট কোহলি। ভারতের এই টপ অর্ডার ব্যাটার ৬ ম্যাচে ২৯৬ রান করেছেন। কোহলির পরের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নেদারল্যান্ডসের ব্যাটার মার্ক ও'দাউদের ব্যাট থেকে। তিনি ৮ ম্যাচে ৪২ রান করেছেন।


এরপর ২৩৯ রান নিয়ে তিন নম্বরে রয়েছেন ভারতের আরেক ব্যাটার সূর্যকুমার যাদব। টুর্নামেন্ট জুড়ে তিনি ৫৯.৭৫ গড়ে রান করেছেন। সমান সংখ্যক ম্যাচে ২২৩ রান নিয়ে চার নম্বরে আছেন ইংল্যান্ডের শিরোপা জয়ী অধিনায়ক জস বাটলার।


আর পাঁচ নম্বরে রয়েছে জিম্বাবুয়ের ব্যাটার সিকান্দার রাজা। তিনি ৮ ম্যাচে ২১৯ রান করেছেন। তার এমন পারফরম্যান্সেই কোয়ালিফায়ার পেরিয়ে সুপার টুয়েলভে খেলার টিকিট পেয়েছিল জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে পাকিস্তানকে হারানোর ম্যাচেও ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball