২০২৭ সালে নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনুশীলন ও কঠোর পরিশ্রমই সাফল্যের শেষ কথা: নিশাঙ্কা
৭ ঘন্টা আগে
সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশে বসেছিল অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবার মেয়েদের অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের নুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ আসর যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ এবং নেপাল।
২০২৪ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় আছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নামিবিয়া, বাংলাদেশ ও নেপালের নাম।

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে ও নামিবিয়া আয়োজন করবে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২৫ সালের আইসিসি উইমেন্স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে মালয়েশিয়া ও থাইল্যান্ড।
এই আসরগুলোর আয়োজক নির্ধারিত হয়েছে প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতিতে। যা আইসিসি বোর্ড অনুমোদন দিয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আইসিসি।
১৪ দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ এ ১০ দল সরাসরি কোয়ালিফাই করবে। এই ১০ দলের মধ্যে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি উঠবে স্বাগতিক হিসাবে পাশাপাশি ৮ দল উঠবে র্যাংকিং থেকে। বাকি ৪ দল কোয়ালিফাই করবে আইসিসি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার থেকে।
আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর কোয়ালিফিকেশনের নিয়মও ঠিক করেছে আইসিসি। এই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে ৮ দল। যেখানে ২০২৩ বিশ্বকাপের প্রতি গ্রুপ থেকে সেরা ৩ দলের সঙ্গে সুযোগ পাবে স্বাগতিক বাংলাদেশ ও পরবর্তী সর্বোচ্চ র্যাংকধারী দল। আর পরবর্তী ২ দল নির্ধারিত হবে কোয়ালিফায়ার থেকে।