পাকিস্তানের বিপক্ষে বড় হার বাংলাদেশের যুবাদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ

১৪ জুলাই ২৫
ফাইল ছবি

শুরুতে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের লাগাম টেনে ধরতে পারেনি বাংলাদেশ যুব দলের বোলাররা। এরপর ব্যাটিংয়েও তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। আর তাতে দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ। বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো পাকিস্তান।


আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করে পাকিস্তান। জবাবে কোনো রকমে একশো রান তোলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে টাইগার যুবাদের ইনিংস।


promotional_ad

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয় হাফ সেঞ্চুরি করেছেন তিন ব্যাটার। এই তালিকায় আছেন মোহাম্মদ তৈয়্যব আরিফ, শাহওয়াইজ ইরফান ও আরাফাত মিনহাস। দলীয় সর্বোচ্চ ৬৬ রান এসেছে তৈয়্যবের ব্যাট থেকে।


আরো পড়ুন

অনুশীলন ও কঠোর পরিশ্রমই সাফল্যের শেষ কথা: নিশাঙ্কা

৭ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

হাফ-সেঞ্চুরি করা বাকি দুই ব্যাটার ছিলেন আক্রমণাত্মক। ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৫১ রান করেন শাহওয়াইজ। আরাফাতের ব্যাট থেকে এসেছে ৮ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেনে ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা। 


লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন কিপার-ব্যাটার আশিকুর রহমান শিবলি। তার ৩৬ বলে ইনিংসে ছিল ৮টি চার। তাছাড়া শাহরিয়ার সাকিব করেছন ১৬ রান ও ইমনের ব্যাট থেকে এসেছে ১৩* রান। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি।                                 


পাকিস্তানের হয়ে হাতে ৭ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ জিশান। তিনি ৩ ওভার মেইডেন নিয়েছেন। আলি আসফান্দ ও আলি রাজার শিকার করেছেন ২টি করে উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball