ভারতকে ‘চোকার’ তকমা দিচ্ছেন কপিল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার
১১ ঘন্টা আগে
২০১৩ সালের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো আসরেই শিরোপা জিততে পারেনি ভারত। নিজ দেশের লাগাতার বাজে পারফরম্যান্সে হতাশ কপিল দেব। ভারতকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডার এবার নিজ দেশকেই ‘চোকার’ তকমা দিচ্ছেন!
শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করে ভারত। ধোনির অধীনে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তারা।

কিন্তু এরপর আইসিসির ইভেন্টে আর খুঁজেই পাওয়া যায়নি ভারতকে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারে তারা। পরের বছর, অর্থাৎ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তারা।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্তই টিকে ভারত। তারপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বাদ যায় ভারত। এবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারল তারা।
দলের সাম্প্রতিক পারফরম্যান্সের পর কপিল দেব বলেন, ‘আমরা এখন ভারতীয় দলকে চোকার্স বলতেই পারি। এটা আর কেউ অস্বীকার করতে পারবে না। ভারতের এখন তিরে এসে বারবার তরী ডুবছে। এই দলের এখন সামনে তাকানোর সময়। তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’
মূলত বিশ্ব ক্রিকেটে 'চোকার' তকমা আছে সাউথ আফ্রিকার নামের পাশে। আইসিসির বড় আসরে কখনোই কোনো কাপ জেতেনি এই দলটি, যার কারণে তাদের এমনটা ডাকা হয়।