বিশ্বকাপ মাতিয়ে বিপিএলে দল পেলেন হারিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হারিসের সেঞ্চুরিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিল পাকিস্তান
২ জুন ২৫
ফখর জামানের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কপাল খুলে মোহাম্মদ হারিসের। সুযোগ পেয়েই বিশ্ব মঞ্চে বাজিমাত করেছেন ২১ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটার। সাউথ আফ্রিকার পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে মারকুটে ব্যাটিং করেছেন তিনি।
বিশ্বকাপ মাতিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন হারিস। বিপিএলের এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলবেন পাকিস্তানের তরুণ এই ব্যাটার। ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ফখরের বদলি হিসেবে সুযোগ পাওয়ার পর সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যানরিখ নরকিয়ার বলে আউট হওয়ার আগে মাত্র ১১ বলে ২৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের সঙ্গে ১৮ বলে ৩১ এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৩০ রান।
বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব
৩১ জানুয়ারি ২৫
বিপিএলের এবারের আসরে সিলেটকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। এবারই প্রথম সিলেটের হয়ে খেলবেন তিনি। এর আগে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেছেন মাশরাফি।
বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেটের হয়ে খেলবেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা। এ ছাড়া দলটির হয়ে খেলতে দেখা যাবে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানকে।