ভারতের সঙ্গে পাকিস্তানের পার্থক্য দেখিয়ে দিলেন হেইডেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার

১১ ঘন্টা আগে
ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে আর্চার

সুপার টুয়েলভের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিল পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাবর আজমের দল। ফাইনালে তাদের সঙ্গী সেমিফাইনালে ভারতকে হারিয়ে আসা ইংল্যান্ড।


ফাইনালের আগে নিজ দলের শক্তিমত্তার বিবরণ দিতে গিয়ে ভারতের উদাহরণ টেনেছেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন। তিনি মনে করেন বোলিংয়ে আরও বিকল্প ক্রিকেটার রাখার প্রয়োজন ছিল তাদের। বিশেষ করে একজন লেগ স্পিনার সঙ্কটের কারণেই হারতে হয়েছে ভারতকে।


promotional_ad

স্কোয়াডে যুবেন্দ্র চাহালের মতো স্পিনার থাকলেও এক ম্যাচেও তাকে খেলায়নি ভারত। অন্যদিকে নিয়মিত পাকিস্তানের একাদশে ছিলেন শাদাব খান। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে ব্যাট হাতেও বেশ কয়েকটি ইনিংসে নিজের ক্যামিও দেখিয়েছেন তিনি।


আরো পড়ুন

ইংল্যান্ডের হয়ে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন হাসিবউল্লাহ

১৪ জুলাই ২৫
ফাইল ছবি

ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করে হেইডেন বলেন, 'আমাদের চারজন দারুণ ফাস্ট বোলার আছে। যারা ২০ ওভারের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং প্রতিপক্ষ ইনিংসে ধস নামাতে পারে। আমি মনে করি, গত (বৃহস্পতিবার) রাতে স্পিন আক্রমণে ভারত একজন লেগ স্পিনারের অভাব অনুভব করেছে, ষষ্ঠ বোলারের অভাবে ভুগেছে।'


পুরো আসর জুড়েই পাকিস্তান বিশেষজ্ঞ ছয়জন বোলার নিয়ে খেলেছে। শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে পেস আক্রমণের সঙ্গে ছিলেন শাদাব ও মোহাম্মদ নওয়াজ। প্রয়োজনে হাত ঘুরিয়েছেন ইফতেখার আহমেদও। এটাই পাকিস্তান দলে ভারসাম্য তৈরি করে দিয়েছে বলে মনে করেন হেইডেন।


তিনি বলেন, 'এই পাকিস্তান দলে ছয়জন বিশেষজ্ঞ বোলার আছে। প্রয়োজন পড়লে আপনারা জানেন সপ্তম বোলার হিসেবে ইফতিও (ইফতিখার আহমেদ) আছে। আমি মনে করি, আমাদের সব দিক ভালোভাবে গোছানো আছে।'


হেইডেনের চোখ এড়িয়ে গেলেও নিয়মিত ছয় বোলার ব্যবহার করেছে ভারত। আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া নিয়মিত বল করেছেন। স্পিন আক্রমণে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ছিলেন অক্ষর প্যাটেল। যদিও এই দুই স্পিনার কোনো ম্যাচেই কার্যকরী বোলিং করতে পারেননি। ফলে ষষ্ঠ বোলারের আক্ষেপ করতেই পারে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball