বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে ৯ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে থাকা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় সর্বোচ্চ ৩ জন ইংল্যান্ডের ক্রিকেটার জায়গা পেয়েছেন।
এ ছাড়া ভারত ও পাকিস্তানের দুজন করে ক্রিকেটার রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের একজন করে ক্রিকেটারও সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা পেয়েছেন।
টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। এবারের আসরে ৬ ম্যাচে খেলে ৯৮.৬৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২৯৬ রান। টুর্নামেন্ট জুড়ে ১৩৬.৪ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।সর্বোচ্চ ৮২ রানের অপরাজিত ইনিংসটি এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে।

কোহলির পরেই এই তালিকায় রয়েছে আরেক ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। কোহলির মতো সুর্যকুমারও দুর্দান্ত একটি টুর্নামেন্ট কাটিয়েছেন। তার ব্যাট থেকে ৬ ম্যাচে এসেছে ২৩৯ রান। টুর্নামেন্ট জুড়ে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার। যথাক্রমে নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে তার হাফ সেঞ্চুরির ইনিংসগুলো এসেছে।
ভারতের বিপক্ষে দুই টেস্টে খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরতে চান আর্চার
১২ ঘন্টা আগে
তিন নম্বরে রয়েছেন পাকিস্তান স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান। ৬ ম্যাচে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ৫ ইনিংসে ৭৮ রান করেছেন তিনি। এর মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে ২২ বলে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন শাদাব।
এই তালিকায় পাকিস্তানের আরেক ক্রিকেটার হলে শাহীন শাহ আফ্রিদি। এই পেসার বাংলাদেশের বিপক্ষে মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। অবশ্য টুর্নামেন্টে তার শুরুটা ভালো ছিল না। প্রথম দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। পরের চার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন তিনি। তার ফর্মের সঙ্গে সঙ্গে পাকিস্তানও নিজেদের খুঁজে পেয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ইংল্যান্ডের ধারাবাহিক পারফর্মারদের মধ্যে একজন স্যাম কারান। এই পেস বোলিং অলরাউন্ডার আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১০ রান খরচায় নিয়েছিলেন ৫ উইকেট। ৫ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১০টি উইকেট।
এই তালিকায় পরের নামটি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের। দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছেন এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসে দলকে ফাইনালে তুলেছেন। তিনি এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৭৩ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন তিনি।
বাটলারের সঙ্গে দারুণ জুটি জমছে আরেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের। তিনিও এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। হেলস ভারতের বিপক্ষে ৮৬ রানের ঝড়ো এক ইনিংস খেলে ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করেছেন। এই ইনিংস খেলে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ রানেরও মালিক হয়ে গেছেন তিনি।
এই তালিকায় সর্বশেষ দুটি নাম কোয়ালিফায়ার খেলে সুপার টুয়েলভে নাম লেখানো জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৮ ম্যাচ খেলে ২১৯ রান এসেছে রাজার ব্যাট থেকে। টুর্নামেন্ট জুড়ে বল হাতে তিনি নিয়েছেন ১০ উইকেট। অন্যদিকে হাসারাঙ্গা টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। ২০২১ বিশ্বকাপে ১৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার এই মিস্ট্রি স্পিনার।