টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের শেষ দেখছেন হরভজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

৮ জুলাই ২৫
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

গত কয়েক মাস ধরেই ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন কেন উইলিয়ামসন। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের। চলমান টি-টোয়ন্টি বিশ্বকাপেও সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। বয়স, ফর্ম আর ফিটনেস বিবেচনায় টি-টোয়েন্টি ক্রিকেটে এখানেই উইলিয়ামসের শেষ দেখছেন হরভজন সিং। তার মতে, উইলিয়ামসনের বিকল্প ভাবার সময় এসে গেছে।


ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও বড় মঞ্চে জ্বলে ওঠার রেকর্ড আছে উইলিয়ামসনের। বিশেষ করে বড় ম্যাচ সামনে এলেই যেন কথা বলতে শুরু করে কিউই অধিনায়কের ব্যাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেমন হাফ-সেঞ্চুরি করেছিলেন ঠিক তেমনি সর্বশেষ খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।


promotional_ad

বড় ম্যাচে বরাবরই সাবলীল থাকেন এই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু গতকালের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে উইলিয়ামসন যেন মুদ্রার উল্টো পিঠ দেখেছেন। বড় মঞ্চে এসে রান পেয়েছেন ঠিকই কিন্তু তা স্রোতের বিপরীতে খেলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন উইলিয়ামসন অথচ সেটা প্রায় ১০৯ স্ট্রাইকরেটে। তার এমন ধীরগতির ইনিংস প্রভাব ফেলেছে দলের ওপর।


আরো পড়ুন

তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের

১৪ জুলাই ২৫
মাফাকাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

হরভজন বলেন, 'কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেছে। এটি টি-টোয়েন্টি খেলা না। আমি মনে করি, এই ফরম্যাটে উইলিয়ামসনের বাইরে গিয়ে নিউজিল্যান্ডের চিন্তা করার সময় এসেছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় কিন্তু এই ফরম্যাটে নয়।'


অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল নিউজিল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে এমন জয়ে কিউইদের বেশ সম্ভবনা দেখেছিলেন অনেকেই। তবে পাকিস্তানের বিপক্ষে হেরে সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে উইলিয়ামসনের দলের।


এ ম্যাচ প্রসঙ্গে হরভজন বলেন, 'তারা রান তোলার দিকে নজর দেয়নি। উদ্দেশ্য ছিল, শুধু এক এবং দুই নেয়া। তারা বাউন্ডারি মারতে চাইছিল না। হ্যাঁ, আপনি শুরুর দিকেই ৩ উইকেট হারিয়েছেন। কিন্তু এটি টি-টোয়েন্টি ফরম্যাট, আপনাকে আপনার সুযোগ নিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball