টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের শেষ দেখছেন হরভজন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন
৮ জুলাই ২৫
গত কয়েক মাস ধরেই ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন কেন উইলিয়ামসন। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের। চলমান টি-টোয়ন্টি বিশ্বকাপেও সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। বয়স, ফর্ম আর ফিটনেস বিবেচনায় টি-টোয়েন্টি ক্রিকেটে এখানেই উইলিয়ামসের শেষ দেখছেন হরভজন সিং। তার মতে, উইলিয়ামসনের বিকল্প ভাবার সময় এসে গেছে।
ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও বড় মঞ্চে জ্বলে ওঠার রেকর্ড আছে উইলিয়ামসনের। বিশেষ করে বড় ম্যাচ সামনে এলেই যেন কথা বলতে শুরু করে কিউই অধিনায়কের ব্যাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেমন হাফ-সেঞ্চুরি করেছিলেন ঠিক তেমনি সর্বশেষ খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

বড় ম্যাচে বরাবরই সাবলীল থাকেন এই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু গতকালের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে উইলিয়ামসন যেন মুদ্রার উল্টো পিঠ দেখেছেন। বড় মঞ্চে এসে রান পেয়েছেন ঠিকই কিন্তু তা স্রোতের বিপরীতে খেলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন উইলিয়ামসন অথচ সেটা প্রায় ১০৯ স্ট্রাইকরেটে। তার এমন ধীরগতির ইনিংস প্রভাব ফেলেছে দলের ওপর।
তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের
১৪ জুলাই ২৫
হরভজন বলেন, 'কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেছে। এটি টি-টোয়েন্টি খেলা না। আমি মনে করি, এই ফরম্যাটে উইলিয়ামসনের বাইরে গিয়ে নিউজিল্যান্ডের চিন্তা করার সময় এসেছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় কিন্তু এই ফরম্যাটে নয়।'
অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল নিউজিল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে এমন জয়ে কিউইদের বেশ সম্ভবনা দেখেছিলেন অনেকেই। তবে পাকিস্তানের বিপক্ষে হেরে সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে উইলিয়ামসনের দলের।
এ ম্যাচ প্রসঙ্গে হরভজন বলেন, 'তারা রান তোলার দিকে নজর দেয়নি। উদ্দেশ্য ছিল, শুধু এক এবং দুই নেয়া। তারা বাউন্ডারি মারতে চাইছিল না। হ্যাঁ, আপনি শুরুর দিকেই ৩ উইকেট হারিয়েছেন। কিন্তু এটি টি-টোয়েন্টি ফরম্যাট, আপনাকে আপনার সুযোগ নিতে হবে।'