কলকাতার কোচিং প্যানেলে টেন ডেসকাট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ
১৪ জুলাই ২৫
ক্রিকেটার হিসেবে লম্বা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রায়ান টেন ডেসকাট। বাইশ গজের পাঠ চুকিয়ে এবার কোচ হিসেবে কলকাতায় যোগ দিলেন তিনি। আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিটির ফিল্ডিং কোচের দায়িত্বে দেখা যাবে তাকে।
আইপিএলে এর আগে কোচিং করানোর অভিজ্ঞতা নেই ডেসকাটের। এমনকি আইপিএল দিয়েই কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং প্যানেলে অভিষেক হতে যাচ্ছে ডেসকাটের।

তবে কাউন্টি ক্রিকেটে কোচিং করিয়েছেন ডেসকাট। কেন্টের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪২ বছর বয়সি নেদারল্যান্ডসের সাবেক এই ক্রিকেটার।
এর আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে ডেসকাট জানিয়েছিলেন অবসরের আগে আরও একটি বিশ্বকাপ খেলতে চান। সেই সুযোগও পেয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ব্যাট হাতে সাফল্য না পেলেও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন তিনি। এরপরই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।
আইপিএল সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিতই খেলেছেন ডেসকাট। ২০১১ সালে প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পান তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জেতেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তাছাড়া নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৩৩ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন ডেসকাট। ওয়ানডেতে ৫ সেঞ্চুরিতে ৬৭ গড়ে করেছেন ১ হাজার ৫৪১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১ হাজার রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তার।