ওয়ানডে দলে ফিরলেন হেড, টেস্ট দলে হ্যারিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন ট্রাভিস হেড। অ্যারন ফিঞ্চ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ায় তার জায়গায় ডাক পেয়েছেন হেড। আর ফিঞ্চ না থাকায় এই সিরিজে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স।


সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেননি হেড। ইতোমধ্যেই তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ছুটি শেষ করে প্রত্যাশিতভাবেই দলে ফিরলেন এই ব্যাটার।


promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি।


আরো পড়ুন

দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন

১ ঘন্টা আগে
ফাইল ছবি

এই উপলক্ষে ১৪ সদস্যের ওয়ানডে দল ও ১৩ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টেস্ট দলে অবশ্য কোনো চমক রাখেনি তারা। কাউন্টি ক্রিকেট ও শেফিল্ড শিল্ডে ভালো পারফর্ম করে দলে ফিরেছেন ওপেনার মার্কাস হ্যারিস।


আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ নভেম্বর। তারপর ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পার্থে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ নভেম্বর। তারপর অ্যাডিলেডে ৮ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।


অস্ট্রেলিয়া ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।


অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball