সমালোচনার দিকে নজর দিইনি: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

৬ জুলাই ২৫
আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। যদিও ধীরগতির ব্যাটিংয়ের জন্য পুরো আসরজুড়েই সমালোচনা হয় তাকে নিয়ে। দেশে ফিরে শান্ত জানালেন, এসব সমালোচনায় একটুও কর্ণপাত করেননি তিনি। বরঞ্চ নজর দিয়েছেন পারফরম্যান্সে।


শান্তর কথার মিল খুঁজে পাওয়া যায় তার পারফরম্যান্সে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে। সমালোচনার মাঝে থাকা শান্তও পেয়েছেন দুটি হাফ সেঞ্চুরি।


promotional_ad

৫ ম্যাচে ৩৬ গড়ে ১৯০ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেটও খারাপ নয়। প্রায় ১১৫ এর কাছাকাছি। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৯ নম্বরে আছেন তিনি। অথচ লিটন দাস ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটারই আসরে একশ রান পার হতে পারেননি। তার রান ১২৭।


আরো পড়ুন

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান

৩ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

দেশে ফিরে শান্ত বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। আসলে আমি ওদিকে একদম ফোকাসই দিইনি। আমি আমার খেলাতে মনোযোগ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাট আমি মনে করি, এখান থেকে যেন আরও ভালো করতে পারি সামনে সেই চেষ্টা থাকবে।’


এরপরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই বিশ্বকাপে ভালো করার প্রস্তুতি এখন থেকেই নিতে চান শান্ত।


তিনি আরও বলেন, 'অবশ্যই এ বিশ্বকাপে আমরা যেরকম খেলেছি আমার মনে হয় এ আত্মবিশ্বাস সামনের বিশ্বকাপে দেবে। যদিও এ বিশ্বকাপে আমাদের আরো ভাল করার বড় সুযোগ ছিল। এটাই মাথায় থাকবে যে সামনের বিশ্বকাপে এর থেকে ভালো আমরা করতে পারি এবং আমাদের হাতে আরো দু বছর আছে। সো এ দু বছর আমরা ওভাবে নিজেদের প্রস্তুত করব এবং ওভাবে যদি অনুশীলন করি সামনের বিশ্বকাপে আরো ভালো ফল করা সম্ভব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball