কোহলিদের বাড়তি সুবিধা দেয় আইসিসি, অভিযোগ উড়িয়ে দিল ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ
১১ ঘন্টা আগে
বিরাট কোহলি-রোহিত শর্মাদের সেমিফাইনালে নিতে বাংলাদেশের বিপক্ষে বাড়তি সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাকিব আল হাসানদের হারের পর এমন অভিযোগ তুলেছিলেন শহীদ আফ্রিদি। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি রজার বিনি।
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই যেন বিতর্ক। যার শুরুটা হয়েছিল ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে রোহিতের আউট হওয়া নিয়ে। সেদিন নো বলে বেঁচে যাওয়ার পর ভারতকে জিতিয়েছিলেন তিনি। এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের পিছু ছাড়েনি বিতর্ক। বৃষ্টি আইনে ভারতে ম্যাচ জিতলে সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে।

বল ছাড়াই থ্রো করায় ভারত অর্থাৎ কোহলির বিপক্ষে ফেইক ফিল্ডিংয়ের অভিযোগ করে বাংলাদেশ। যার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আম্পায়াররা সেটা দেখতে না পারায় ৫ রান পেনাল্টি দিতে হয়নি ভারতকে। যা নিয়ে সমালোচনা যেন থামছেই না।
এ ছাড়া ভেজা মাঠে খেলার অভিযোগও করা হয়েছে। বাংলাদেশের সাত ওভার ব্যাটিং শেষে হানা দেয় বৃষ্টি। খানিকটা সময় পর বৃষ্টি থামলে আবারও শুরু হয় খেলা। তবে মাঠ পুরোপুরি না শুকানোর আগেই খেলা শুরু হওয়ার অভিযোগ তোলা হয়েছে আম্পায়ারদের বিপক্ষে।
সেদিন বাংলাদেশের কাছে হারলে সেমিফাইনালে যেতে শঙ্কায় পড়তে হতো ভারতকে। যে কারণে কোহলিদের শেষ চারে নিতে আইসিসি বাড়তি সুবিধা দিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। বিসিসিআই সভাপতি অবশ্য জানান, আইসিসি সব দেশকে সমান সুবিধা দেয়।
এ প্রসঙ্গে রজার বিনি বলেন, ‘এটা সঠিক নয়। আমরা মনে করি না, আইসিসি আমাদের পক্ষপাতিত্ব করে। সবাই একই সুযোগ-সুবিধা পায়। কোনোভাবেই এটা (পক্ষপাতিত্ব করে) বলার উপায় নেই। অন্য দল থেকে আমরা ভিন্ন কী পাই? ভারত ক্রিকেটের পাওয়ার হাউজ, তবে আমাদের সবার সঙ্গে একই আচরণ করা হয়।’