বাংলাদেশকে বিদায় করে সেমির আশায় থাকতে চায় পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান-শান মাসুদ
৯ জুন ২৫
জিম্বাবুয়ের জন্য খানিকটা কঠিন হলেও কাগজে-কলমে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং ভারতের। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বাকিদের কাজ কঠিন করতে চায় পাকিস্তান। সেই সঙ্গে শেষ চারে যাওয়ার আশাও বাঁচিয়ে রাখতে চায় তারা।
সুপার টুয়েলভের ‘২’ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রোহিত শর্মার ভারত। দুইয়ে থাকা সাউথ আফ্রিকার পয়েন্ট ৫। প্রতিপক্ষ বিবেচনায় এই দুই দলেরই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে প্রোটিয়াদের। ডাচদের হারাতে পারলে কোন শঙ্কা রেখেই এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে যাবে টেম্বা বাভুমার দল।

সাউথ আফ্রিকা সেমিফাইনালে গেলেও বাংলাদেশ এবং পাকিস্তানের সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার। সেটির জন্য জিম্বাবুয়ের কাছে হারতে হবে ভারতকে। রোহিত-বিরাট কোহলিরা হারলে তখন রান রেটের হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে জয়ী দল এবং ভারতের মধ্য থেকে এক দল সেমিফাইনালে চলে যাবে।
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান
১৬ ঘন্টা আগে
এদিকে জিম্বাবুয়েকে ভারত হারিয়ে দিলে বিদায় নেবে বাংলাদেশ ও পাকিস্তান। ফলে সাউথ আফ্রিকার পর ‘২’ নম্বর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাবে ভারত। তবে এত সব সমীকরণে মাথা না ঘামিয়ে আপাতত বাংলাদেশকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখতে চান শান মাসুদ।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেবো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত (সেমি-ফাইনালের) আশা থাকবে। আমি মনে করি, কালকের ম্যাচে ভালো সুযোগ আছে।’
সাউথ আফ্রিকার বিপক্ষে জিতলেও সেই ম্যাচের ভুলগুলো বাংলাদেশের বিপক্ষে করতে চায় না পাকিস্তান। মাসুদ বলেন, ‘আমাদের জন্য এট??ই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং প্রতি ম্যাচে উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরম্যান্সের আরও উন্নতি ঘটানোর চেষ্টা থাকবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি।’