'অস্ট্রেলিয়া বিশ্বকাপের পারফরম্যান্সে গর্ব করতে পারে বাংলাদেশ'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম

২৪ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের দু’বার কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম

গত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টিতে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। তবে চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে তারা। যার ফলে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমি-ফাইনালের স্বপ্ন। ম্যাচ জয়ের হিসেব কিংবা পারফরম্যান্স সবদিক থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা আসর এটি। এই বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্ব করতে পারে বাংলাদেশ, এমনটাই মনে করেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।


নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। যা ছিল রেকর্ড। সুপার টুয়েলভ পর্বে এটিই ছিল বাংলাদেশ প্রথম জয়। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও জিতেছে টাইগাররা। প্রথম রাউন্ড ছাড়া এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতেছে তারা।


promotional_ad

তাছাড়া ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে শেষ বলে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট এই দলের চোখে চোখ রেখে লড়েছে টাইগাররা। যদিও শেষ পর্যন্ত হেরেছে, তারপরও এই ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে বলে মনে করেন শ্রীরাম।


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

৪ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর এটি। বাংলাদেশের ইতিহাসে আগে কখনও মূল পর্বে দুটি খেলায় জেতেনি দল। আমরা সেটা করেছি। ছেলেরা নিজেদের নিয়ে গর্ব করতে পারে।'


এই বিশ্বকাপ দিয়ে নতুন শুরু করেছে বাংলাদেশ। শ্রীরামের বিশ্বাস, আরেকটু উন্নতি করতে পারলে আরও অনেক দূর যাওয়া সম্ভব। তাই অতীত পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।


শ্রীরাম বলেন, 'এটা নতুন শুরু। আগে কী হয়েছে, তা আমার জানা নেই। আমি সেখানে একদমই ছিলাম না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে খুব ক্লোজ দুটি ম্যাচ আমরা জিতেছি। আরেকটি ক্লোজ ম্যাচে আমরা ভারতের কাছে হেরে গেছি। তবে সেটা হতেই পারে। আমি এটাকে একদম নতুন শুরু হিসেবেই দেখছি। আমি অতীতে খুব বেশি ডুব দেইনি, সেসময় ছিলাম না। তাই মন্তব্য করতে পারব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball