সাউথ আফ্রিকা লিগে খেলার অনুমতি পেলেন পাকিস্তানিরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না: সালমান
১৬ ঘন্টা আগে
অবশেষে সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০'তে খেলার অনুমতি পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং না থাকা ক্রিকেটাররা এই সুযোগ পাবেন।
এমনই এক সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় ভারতীয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। কিছুদিন আগেই শেষ হয়েছে এসএ২০ এর নিলাম। পিসিবির নিষেধ থাকায় এই নিলামে অংশ নেননি পাকিস্তানের ক্রিকেটাররা।

তবে এবার পিসিবি আর কোনও বাধা রাখছে না। আর তাই টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে। মূলত এসএ২০ এর কমিশনার গ্রায়েম স্মিথের জোরাজুরিতেই এই প্রস্তাবে রাজি হয়েছে পিসিবি।
২৬ ডিসেম্বর শুরু এসএ২০
১০ জুলাই ২৫
স্মিথ বলেন, 'আমরা একটি ওয়াইল্ডকার্ড পিকের ব্যবস্থা করেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা দলগুলোকে অন্তত একজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর অনুমতি দিচ্ছি। লিগের পক্ষ থেকে আমরা এই সিলেকশানের সঙ্গে থাকছি না। দলগুলোই ভালো বুঝবে তারা কাকে কিনতে যাচ্ছে।'
মূলত এই ওয়াইল্ডকার্ড পিকের মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটার দলগুলোতে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছেন স্মিথ। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক কিছুই এখনও জানা যায়নি। ২০২৩ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের।
সেই সিরিজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ কারণে জানুয়ারি-ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে না পাকিস্তানিদের। এই সময়টায় বিপিএল খেলতে আসবেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদির মতো কয়েকজন তারকা।