মুমিনুলের হাফ-সেঞ্চুরির পর বৃষ্টির জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের

৩০ এপ্রিল ২৫
সিলেট টেস্টে ১০ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

গত কয়েক মাস ধরেই রান খরায় ভুগছেন মুমিনুল হক। একই কারণে টেস্ট দলের নেতৃত্ব হারিয়ে দল থেকেও বাদ পড়েছেন। এমনকি ঘরোয়া ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই টপ অর্ডার ব্যাটার। অবশেষে  বাংলাদেশ এ দলের হয়ে ভারত সফরে দ্বিতীয় চার দিনের ম্যাচে এসে হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তবে বৃর্ষ্টিতে সেই ম্যাচের কোনো ফলাফল আসেনি।


বিসিবি একাদশ এবং তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচের সিংহভাগই ভেসে গেছে বৃষ্টিতে। বলতে গেলে রীতিমতো দর্শক বনে গিয়েছিলেন ক্রিকেটাররা। চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ৮৮ ওভার।


ম্যাচে বারবার হানা দিয়েছে বৃষ্টি। এমএ চিদাম্বরামে বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলা মাঠে গড়িয়েছে। যেখানে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানে তুলে ইনিংস ঘোষণা করেছিল বিসিবি একাদশ। জবাবে ২ উইকেট হারিয়ে ৬২ রান করে স্বাগতিকরা। এরপর দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।


promotional_ad

শুরুতে ব্যাটিং করতে নেমে ডাক মেরে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। দীর্ঘদিন ধরেই তার ব্যাটে এমন রান খরা চলছে। ভারত সফর দিয়ে ফিরে আসার সুযোগ ছিল এই তরুণ ওপেনারের। কিন্তু এবারও ব্যর্থ হয়েছেন তিনি।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় আবারও সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’

১ জুলাই ২৫
টানা দু'বার এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল, ফাইল ফটো

আরেক ওপেনার সাদমান ইসলামও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ রান। এরপর তিনে নেমে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন মুমিনুল। তবে বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।


সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন কিংবা তৌহিদ হৃদয় তাদের সবাই হতাশ করেছেন। তিনজনই উইকেটে থিতু হয়েও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডার ব্যর্থতায় মনে হচ্ছিলো বেশি দূর এগোবে না বাংলাদেশের ইনিংস।


তবে সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন মুমিনুল। শেষ পর্ন্তন ৬ উইকেট ১৯১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৬৯ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। আর তাইজুলের করেছেন অপরাজিত ৪১ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball