আইসিসির অক্টোবর সেরার দৌড়ে কোহলি-মিলার-রাজা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
৯ জুলাই ২৫
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটারের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন সাউথ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
গত মাসে মাত্র চারটি ইনিংস খেলেছেন কোহলি। এর মধ্যে তিনটি ইনিংসেই আলোর বিচ্ছুরণ ঘটান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের একটি ইনিংস খেলেন কোহলি, যা মনে ধরে আইসিসির।
একই আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৬২ রান করেন কোহলি। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে (গৌহাটি) সাউথ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত এক ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক।

সবমিলিয়ে অক্টোবরে ২০৫ গড়ে ২০৫ রান করেন কোহলি যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৫০.৭৩। এদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে খেলা সিরিজে ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মিলার।
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
সাউথ আফ্রিকা সেই ম্যাচটি হারলেও প্রশংসিত হয় মিলারের খেলা এই ইনিংসটি। এ ছাড়া ভারত সফরের ওয়ানডে সিরিজেও দুর্দান্ত খেলেন মিলার। লক্ষ্ণৌতে ৭৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন তিনি।
সবমিলিয়ে অক্টোবরে খেলা ৭ ম্যাচের ৬টিতেই অপরাজিত ছিলেন মিলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনি করেন ৩০৩ গড়ে ৩০৩ রান। স্ট্রাইক রেট ছিল ১৪৬.৩৭।
কোহলি আর মিলারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে জায়গা করে নিয়েছেন রাজাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন তিনি।
একই ম্যাচে বল হাতেও নেন এক উইকেট। এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও জয়ে অবদান রাখেন রাজা। সেই ম্যাচে বল হাতে এক উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২৩ বলে ৪০ রান করেন তিনি।
প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নেন তিনি। মূল পর্বের খেলায় পাকিস্তানকে এক রানে হারানোর ম্যাচেও তিন উইকেট নেন রাজা।