লিটনের জন্য 'বাহবা', তাসকিনের জন্য 'আক্ষেপ' সাকিবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

৯ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুললেও বৃষ্টির কারণে ১৫ ওভারে লক্ষ্য নেমে এসেছিল ১৫১ রানে। সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ।


টাইগারদের ইনিংস থেমেছে ৬ উইকেটে ১৪৫ রানে। এই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হতে পারে লিটন দাসের ব্যাটিং। ওপেনিংয়ে এক প্রান্তে নাজমুল হোসেন শান্ত নড়বড়ে থাকলেও লিটন ২০০ এর ওপরে স্ট্রাইক রেটে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন।


promotional_ad

ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তাকে দলের অন্যতম সেরা ব্যাটার বলেও আখ্যা দিয়েছেন সাকিব। ম্যাচ শুরুর পর সাকিবের মনে হচ্ছিল এই উইকেটে রান তাড়া করে জয় সম্ভব। যদিও ম্যাচ শেষে হতাশাই সঙ্গী হয়েছে তার।


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'দুর্দান্ত খেলা হয়েছে। দুই দলই উপভোগ করেছে। দিন শেষে কাউকে জিততে হবে এবং কাউকে হারতে হবে। লিটন সত্যিই দারুণ ব্যাটিং করেছে। সম্ভবত সে আমাদের সেরা ব্যাটার এখন। ম্যাচ শুরু হওয়ার পর মনে হচ্ছিল আমরা এই রান তাড়া করে জিততে পারবো।'


বাংলাদেশ দলের মূল পরিকল্পনা ছিল দ্রুত ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেয়া। বাংলাদেশের শুরুটাও হয়েছিল দারুণ। ব্যক্তিগত ২ রানেই রোহিত শর্মাকে ইয়াসির আলীর ক্যাচ বানিয়ে আউট করেন হাসান। তবে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে ভারতের রান বাড়িয়েছেন লোকেশ রাহুল।


তিনি ৩২ বলে ৫০ করে আউট হলেও কোহলি ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিলেও এই ম্যাচে কোনো উইকেট পাননি তাসকিন আহমেদ। এই টাইগার পেসারের জন্য ম্যাচ শেষে আক্ষেপ করেছেন সাকিব।


ম্যাচ শেষে সাকিব বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারকে দ্রুত আউট করা। এ কারণেই আমি তাসকিনকে শুরুতে বোলিং করিয়েছি। সে আমাদের মূল বোলার। দুর্ভাগ্যবসত সে উইকেট পায়নি আজ। তবুও আমরা আমাদের পরিকল্পনায় স্থির ছিলাম। আমরা ইতিবাচক ছিলাম ম্যাচটি নিয়ে। আশা করছি আমরা এটা ধরে রাখতে পারবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball