টি-টেন লিগে তাসকিনের সতীর্থ রায়না

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ
৯ ঘন্টা আগে
২০২০ সালে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন সুরেশ রায়না। সবধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন গেল সেপ্টেম্বরে। তবে আবারও ক্রিকেটে ফিরছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। আবু ধাবি টি-টেন লিগে ডেকান গ্লাডিয়েটর্সের হয়ে খেলতে দেখা যাবে রায়নাকে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিষেধাজ্ঞার কারণে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের। জাতীয় দলের বাইরে রয়েছেন কিংবা কেন্দ্রীয় চুক্তিতে নেই এমন ক্রিকেটারেরও বাইরের দেশের লিগে খেলার অনুমতি নেই।

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেই কেবল বাইরের লিগে খেলার অনুমতি পান ক্রিকেটাররা। আইপিএলে দল না পাওয়ায় সবধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন রায়না। যে কারণে বিদেশি লিগে খেলতে বাধা নেই তার। সেই সুযোগে রায়নাকে দলে নিয়েছে ডেকান।
Electric on the field. Fearless with the bat.
Magical at fielding. And savvy with the ball. Welcoming one of the greatest cricketers of this generation, Chinna Thala @ImRaina as part of #DeccanGladiators 2022 campaign. #HumHaiDakshin
#DeccanPhirJeetaga #sureshraina pic.twitter.com/1ycluIZKik
— Deccan Gladiators (TeamDGladiators) November 1, 2022
বর্তমান চ্যাম্পিয়নরা তার নাম ঘোষণার কিছুদিন আগে থেকেই অনুশীলন করছিলেন রায়না। যদিও সেই সময় জানা যায়নি কোথায় খেলবেন সাবেক এই অলরাউন্ডার। অবশেষে ডেকানের জার্সিতে টি-টেন লিগ দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। ডেকানে তার সতীর্থ হিসেবে দেখা যাবে তাসকিন আহমেদ, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরানদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। আইপিএল ক্যারিয়ারে চারবার ট্রফি জেতা রায়না করেছেন ৫ হাজার ৫২৮ রান। ২০১৬-১৭ মৌসুমে গুজরাট লায়ন্সের অধিনায়কও ছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার।