ভারতকে আটকাতে সাকিবকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে: মুডি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘গুজরাটের বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে ছন্দ হারিয়েছে’

২৬ মে ২৫
রশিদ খান পুরো মৌসুমেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, ফাইল ফটো

ব্যাটে-বলে বাংলাদেশের সেরা ক্রিকেটার হলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের জ্বলে উঠার অপেক্ষায় প্রহর গুনছেন সমর্থকরা। এদিকে টম মুডি মনে করেন, ভারতকে আটকাতে হলে ব্যাটে-বলে সাকিবকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। 


ভারতের বিপক্ষে ৬ টি-টোয়েন্টি খেললেও নিজের ছাপ রাখতে পারেননি সাকিব। এখন পর্যন্ত ব্যাট ৬২ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। বল হাতে সাকিব নিয়েছেন মাত্র ৪ উইকেট। ইকনোমি রেট সাতের নিচে হলেও গড় ৩৫ এর  উপরে। সব ভারতের বিপক্ষে জিততে হলে সাকিবের জ্বলে উঠার বিকল্প নেই।


promotional_ad

জিম্বাবুয়ে ও নেদার‌ল্যান্ডসকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও পথটা বেশ কঠিন। নিজেদের শেষ দুই ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ এশিয়ার দুই জায়ান্টস ভারত এবং পাকিস্তান। ভারতের সঙ্গে বাংলাদেশের সুখস্মৃতি নেই বললেই চলে। 


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও দ্বিপাক্ষিক সিরিজে ২০১৯ সালে। শক্তিমত্তা, পরিসংখ্যান, র‌্যাঙ্কিং এবং সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে নিজেদের দিনে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করেন মুডি।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিশ্বকাপে ভারতের টপ অর্ডার খানিকটা নড়বড়ে। বাংলাদেশ এই সুযোগটি নিতে পারলে কিছু একটা ঘটতে পারে। বাংলাদেশের পয়েন্ট অব ভিউ থেকে যদি বলি তাহলে কিছু জিনিস তাদের পক্ষে যাচ্ছে আবার অনেক কিছুই তাদের বিপক্ষে যাচ্ছে। স্পিন বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি। এটা ভালো হবে যদি সাকিব ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দেয়। নিজেদের দিনে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে।’


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। যেখানে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ড হেরেছে। এদিকে পাকিস্তান জিম্বাবুয়ের কাছে হেরেছে। কাগজে কলমে তারা ভালো দল হলেও তাদের বিপক্ষে এমন একটা ফলের আশায় বুক বাঁধছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।


সাকিব বলেন, ‘দুই দল কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তাহলে কেন পারব না? এই বিশ্বকাপেই আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। ওরকম একটা ফল হলে অবশ্যই আমরা খুশি হব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball