ভারতকে সেমিফাইনালে দেখছেন গাঙ্গুলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত না আসায় আগষ্টে দেশের বাইরে সিরিজ খেলার চেষ্টায় বাংলাদেশ

১০ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করেছিল ভারত। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে তাদের ৫ উইকেটে হারতে হয়েছে।


এমন হারের পরও ভারতকে সেমিফাইনালে দেখছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন এতো বড় টুর্নামেন্টে একটি হারে কোনো কিছু আসে যায় না।


ভারতের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে গাঙ্গুলি বলেন, ‘এপর্যন্ত ভারত একটা মাত্র ম্যাচ হেরেছে। একটা হারে কিচ্ছু যায় আসে না। ওরা ভালো দল। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে।’


promotional_ad

ভারতের সেমিফাইনালে ওঠা এখনও নির্ভর করছে বাকি দুটি ম্যাভের ওপর। এর মধ্যে তারা বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে বলে মনে করেন তিনি।


আরো পড়ুন

ভারতের কোচ হতে তৈরি সৌরভ

২২ জুন ২৫
কলকাতায় একটি অনুষ্ঠানে কথা বলার সময় সৌরভ গাঙ্গুলি

ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে গাঙ্গুলির ভাষ্য, ‘একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দু’ম্যাচের বিষয়। সেই দু'টি ম্যাচে যা কিছু ঘটতে পারে। তবে হ্যাঁ, ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে।'


সীমিত ওভারের এই বিশ্ব আসরে নিয়মিত ভালো করতে পারছে না ভারতের টপ অর্ডার। বিশেষ করে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছে লোকেশ রাহুল। তিন ম্যাচে যথাক্রমে তিনি করেছেন ৪, ৯ ও ৯ রান।


এমন পারফরম্যান্সের পরও রাহুলের পাশে দাঁড়াচ্ছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এ বিষয়ে বলার মতো জায়গায় আমি নেই। তবে দু-একটা ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে লোকেশ রাহুলকে বিচার করা ঠিক হবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball